রাজের নতুন সিনেমা ‘ওমর’

সিনেমাটিতে কারা অভিনয় করবেন তা এখনো চূড়ান্ত হয়নি।
মুহাম্মদ মোস্তফা কামাল রাজ, ওমর,
মুহাম্মদ মোস্তফা কামাল রাজ। ছবি: সংগৃহীত

নতুন সিনেমার কাজ শুরু করতে যাচ্ছেন নির্মাতা মুহাম্মদ মোস্তফা কামাল রাজ। সিনেমাটির নাম 'ওমর' এবং তার ৫ নম্বর সিনেমা। তবে, সিনেমাটিতে কারা অভিনয় করবেন তা এখনো চূড়ান্ত হয়নি।

রাজ বলেন, 'আগামী জুলাইয়ের শুরু থেকে 'ওমর' সিনেমার শুটিং শুরু করব। কারা অভিনয় করবেন সেটা এখনো চূড়ান্ত করিনি। এখন ভালো সিনেমা মাল্টিসেল করা যায়। এরমধ্যে দেশের পাশাপাশি ইন্টারন্যাশনালি রিলিজ, বিভিন্ন রাইটস এবং স্পন্সর থেকে বিনিয়োগ তুলে আনা সহজ হয়।'

'ওমর' সিনেমার চিত্রনাট্য রচনা করছেন সিদ্দিক আহমেদ। খোরশেদ আলমের প্রযোজনায় সিনেমাটি নির্মিত হচ্ছে মাস্টার কমিউনিকেশনসের ব্যানারে।

এর আগে, ৫টি সিনেমা নির্মাণ করেছেন তিনি। তার প্রতিটা সিনেমা আলোচিত হয়েছে। সিনেমাগুলো হলো- প্রজাপতি, তারকাটা, সম্রাট, যদি একদিন।

রাজের আগের সিনেমাগুলোয় অভিনয় করেছেন শাকিব খান, আরিফিন শুভ, মোশাররফ করিম, মৌসুমী, জাহিদ হাসান, তাহসান, শ্রাবন্তী, মীম।

Comments

The Daily Star  | English

Waterlogged road or a death trap?

4, including 3 of a family, electrocuted to death in Mirpur

4h ago