আসাদুজ্জামান নূরের চোখে ড. ইনামুল হক

ড. ইনামুল হক ও আসাদুজ্জামান নূর (বাঁ দিক থেকে)। ছবি: সংগৃহীত

আজ সোমবার মৃত্যুবরণ করেছেন নাট্যজন ড. ইনামুল হক। ড. ইনামুল হকের অভিনয় জীবনের দীর্ঘদিনের সঙ্গী ছিলেন আসাদুজ্জামান নূর। দ্য ডেইলি স্টারের কাছে আজ সন্ধ্যায় ড. ইনামুল হককে নিয়ে স্মৃতিচারণ করেছেন আসাদুজ্জামান নূর।

আসাদুজ্জামান নূর বলেন, 'ড. ইনামুল হক একজন সাহসী মানুষ ছিলেন। স্বাধীনতার আগে তার বাড়িতে নাটকের মহড়া হতো। আর এজন্য যে সাহসের প্রয়োজন দরকার তা তার ছিল।'

তিনি বলেন, 'এ ছাড়াও, তখন বাংলা একাডেমি, শহীদ মিনার, ঢাকা বিশ্ববিদ্যালয়ের মঞ্চে নাটক করেছেন তিনি। মঞ্চের প্রতি গভীর ভালোবাসা ছিল বলেই তা সম্ভব হয়েছিল। নাগরিক নাট্যসম্প্রদায়ের শুরু থেকেই তিনি যুক্ত ছিলেন।'

তিনি আরও বলেন, 'আমি স্বাধীনতার পর যোগ দেই। তারপর দীর্ঘ সময় একসঙ্গে নাটকের জন্য কাটিয়ে দিয়েছি আমরা। মঞ্চের স্মৃতি কখনো ভুলতে পারব না। যতদিন একসঙ্গে মঞ্চে কাজ করেছি, ততদিন দেখি দেখা হয়েছে। গল্প হয়েছে… শত শত স্মৃতি আছে আমাদের।'

আসাদুজ্জামান নূর বলেন, 'তার বাড়িতে অনেক সময় কাটিয়েছি। নিজের পরিবার মনে করতাম। আমার সামনেই তার সন্তানরা বেড়ে উঠেছেন। কখনো মনে হয়নি আমরা আলাদা পরিবারের সদস্য। ইনামুল হকের বাড়িতে আড্ডার স্মৃতিগুলো চোখের সামনে ভাসছে। তিনি দেশপ্রেমিক ছিলেন। দেশের মানুষকে খুব ভালোবাসতেন।'

'একসময় নাগরিক নাট্যসম্প্রদায় ছেড়ে নাগরিক নাট্যাঙ্গন প্রতিষ্ঠা করেন। ভালোভাবেই দলটি গড়েছিলেন। তার বড় মেয়ে হৃদি হকও সেখানে ভালো ভালো কাজ করেছেন,' বলেন তিনি।

আসাদুজ্জামান নূর বলেন, 'ড. ইনামুল হক আদর্শ বাঙালি ছিলেন। নীতির ক্ষেত্রে কখনো আপোষ করেননি। মুক্তিযুদ্ধের চেতনা হৃদয়ে ধারণ করে জীবন কাটিয়েছেন। দেশের যে কোনো গণতান্ত্রিক আন্দোলনে এগিয়ে আসতেন। এরশাদ বিরোধী আন্দোলনে তার স্ত্রী অভিনেত্রী লাকী ইনামকে নিয়ে মিছিলের অগ্রভাগে থেকেছেন।

'রাজনীতিতে ব্যস্ত হওয়ার পর আমাদের দেখা কম হয়েছে। কিন্তু, যোগাযোগ ছিল, ফোনে কথা হত। খোঁজখবর নিতেন। অমিও নিতাম। ভেতরের টান ছিল বলেই এটা সম্ভব ছিল,' যোগ করেন তিনি।

তিনি বলেন, 'একসঙ্গে অনেক নাটকে আমরা অভিনয় করেছি। তার লেখার হাত ছিল চমৎকার। অনেক নাটক লিখেছেন বিটিভির জন্য। আমি তার নাটকে অভিনয় করেছি। মানুষ হিসেবেও চমৎকার ছিলেন।'

Comments

The Daily Star  | English

Jatiya Party central office vandalised, library set on fire in Kakrail

Protesters linked to Gono Odhikar Parishad demand ban on JP, accuse it of siding with Awami League

4h ago