জীবন ঘনিষ্ঠ কাজ আমাকে বেশি টানে: চঞ্চল চৌধুরী

টেলিভিশন নাটক ও সিনেমার জনপ্রিয় অভিনেতা চঞ্চল চৌধুরী। দুই মাধ্যমেই সফল তিনি। মনপুরা, মনের মানুষ, আয়নাবাজি, দেবীসহ বেশ কয়েকটি সিনেমা করে প্রশংসিত হয়েছেন। তবে, টেলিভিশন নাটকই বেশি করেন।
অভিনেতা চঞ্চল চৌধুরী। স্টার ফাইল ছবি

টেলিভিশন নাটক ও সিনেমার জনপ্রিয় অভিনেতা চঞ্চল চৌধুরী। দুই মাধ্যমেই সফল তিনি। মনপুরা, মনের মানুষ, আয়নাবাজি, দেবীসহ বেশ কয়েকটি সিনেমা করে প্রশংসিত হয়েছেন। তবে, টেলিভিশন নাটকই বেশি করেন।

চঞ্চল চৌধুরী অভিনীত তিনটি সাত পর্বের ধারাবাহিক নাটক প্রচার হচ্ছে বাংলা ভিশনে। ঈদুল আযহার দিন থেকে নাটকগুলো প্রচার শুরু হয়েছে। ঈদের সপ্তম দিন পর্যন্ত প্রচার হবে নাটক তিনটি।

ঈদের কাজ, ওয়েব সিরিজ, সিনেমা নিয়ে দ্য ডেইলি স্টারের সঙ্গে কথা বলেছেন চঞ্চল চৌধুরী।

একই চ্যানেলে তিনটি নাটক প্রচার হচ্ছে, একই পরিচিত মুখ দর্শকরা বার বার দেখছেন, আপনার কি মনে হয়- এতে দর্শকরা বিরক্ত হচ্ছেন?

চঞ্চল: আমি যখন নাটকগুলোতে অভিনয় করি, তখন তো জানতাম না একই টিভি চ্যানেলে প্রচার হবে। একটির কথা জানতাম বাংলা ভিশনে প্রচার হবে। পরে দেখা গেল একই চ্যানেলে প্রচার শুরু হয়েছে। একজন অভিনেতা হিসেবে আমি মনে করি, এতে দর্শকরা বিরক্ত হবেন না। কেননা- নাটক তিনটি তো ভিন্ন ভিন্ন সময়ে প্রচার হচ্ছে। এ ছাড়া, গল্প আলাদা। আমার চরিত্র আলাদা। আমার অভিনয়ের ঢং আলাদা।

ঈদের নাটক তিনটির গল্প কী ধরনের?

চঞ্চল: ও পাখি তোর যন্ত্রণা নাটকটি পরিচালনা করেছেন সালাহউদ্দিন লাভলু। এই নাটকে দেখা যায় একজন মেয়েকে পরী এসে ভর করে। মজার একটা গল্প। মোগল ফ্যামিলি নাটকটি পরিচালনা করেছেন দীপু হাজরা। মোগল ফ্যামিলি নাটকে বুঝানো হয়েছে এখনো কেউ কেউ বংশ নিয়ে অহংকার করে। অহংকার পতনের মূল এটা উঠে আসবে। ফকির মজুন নাটকটি পরিচালনা করেছেন মাসুদ সেজান। ফকির মজনু নাটকটি একজন সততা নিয়ে চাকরি করা মানুষের গল্প।

স্টার ফাইল ছবি

গ্রামীণ গল্পের নাটকেই বেশি অভিনয় করতে দেখা যায় আপনাকে, সবসময় কি এমন নাটকেই অভিনয় করতে চান?

চঞ্চল: জীবন ঘনিষ্ঠ কাজ আমাকে বেশি টানে। জীবনের গল্প যেখানে বেশি করে আছে। আমি গ্রামের মানুষ, সেজন্য গ্রামীণ গল্পের প্রতি দুর্বলতা কাজ করে। তবে শহুরে গল্প যে করিনি, তা কিন্তু নয়। যেসব নাটকে আমাদের যাপিত জীবনের গল্প আছে, সেসব নাটকে কাজ করে আনন্দ পাই।

ওয়েব সিরিজ ও নাটকের মধ্যে কী ধরনের পার্থক্য দেখতে পান?

চঞ্চল: ওয়েব সিরিজের বাজেট বড় থাকে। সিনেমার মতো করে কাজটা করা যায়। নাটকের বাজেট কম থাকে। নাটকের আয়োজনও থাকে সীমিত পরিসরে। নাটকের বাজেট বেশি থাকলে এখানেও আরও ভালো ভালো কাজ করা সম্ভব।

সিনেমার নতুন কোনো খবর?

চঞ্চল: পাপ-পুণ্য সিনেমাটি মুক্তির অপেক্ষায় আছে। এটি পরিচালনা করেছেন গিয়াসউদ্দিন সেলিম। হাওয়া নামে একটি সিনেমা মুক্তির অপেক্ষায় আছে। এটি পরিচালনা করেছেন মেজবাউর রহমান সুমন।

Comments

The Daily Star  | English
Strong dollar spillover: How Bangladesh manages it

Strong dollar spillover: How Bangladesh manages it

The crawling peg system for the taka is a delayed response to reserve erosion

2h ago