‘ভঙ’ নিয়ে আসছেন ফারুক আহমেদ

অভিনেতা ফারুক আহমেদ নাটক ও সিনেমায় অভিনয় করে জনপ্রিয়তা পেয়েছেন। একসময় ​​​​​​​হূমায়ুন আহমেদের বেশিরভাগ নাটকে দেখা যেত তাকে। এখনও অভিনয়ে সরব তিনি।
ফারুক আহমেদ। ছবি: শেখ মেহেদী মোরশেদ

অভিনেতা ফারুক আহমেদ নাটক ও সিনেমায় অভিনয় করে জনপ্রিয়তা পেয়েছেন। একসময় হূমায়ুন আহমেদের বেশিরভাগ নাটকে দেখা যেত তাকে। এখনও অভিনয়ে সরব তিনি।

অভিনয়ের পাশাপাশি শখের বশে নাটক রচনা ও পরিচালনাও করছেন। প্রথম নাটক 'ডিগবাজি' পরিচালনা করেছিলেন ১৫ বছর আগে। এবার নতুন একটি নাটক পরিচালনা করেছেন এই অভিনেতা, নাম 'ভঙ' ।

সম্প্রতি নাটকটির শুটিং সম্পন্ন হয়েছে কক্সবাজারে সাগর তীরে। ভঙের নাট্যকারও ফারুক আহমেদ। তিনি অভিনয়ও করেছেন নাটকটিতে।

ফারুক আহমেদ। ছবি: শেখ মেহেদী মোরশেদ

ফারুক আহমেদ দ্য ডেইলি স্টারকে আজ বৃহস্পতিবার দুপুরে বলেন, 'অভিনয়ই আমার সব। মাঝেমাঝে নাটক পরিচালনা করতেও ভালো লাগে। সবশেষ করোনা আসার আগে একটি নাটক পরিচালনা করেছিলাম।'

তিনি আরও বলেন, 'ভঙ নাটকের গল্পটা আমার ভীষণ প্রিয়। মায়ের প্রতি ছেলের প্রবল ভালোবাসা তুলে ধরা হয়েছে এই নাটকে।'

নাটক পরিচালনা ছাড়াও ফারুক আহমেদ ব্যস্ত আছেন অভিনয় নিয়ে। তার অভিনীত নাটক বিভিন্ন টিভি চ্যানেলে প্রচারিত হচ্ছে।

Comments

The Daily Star  | English

Waterlogged road or a death trap?

4, including 3 of a family, electrocuted to death in Mirpur

3h ago