হাথুরুসিংহেকে চান না নতুন বোর্ড প্রধান ফারুক

বিসিবি সভাপতি হওয়ার আগেই ফারুক একটি সাক্ষাৎকারে বলেছিলেন, প্রধান কোচের পদে হাথুরুসিংহেকে রাখার কোনো কারণ দেখেন না তিনি।
Chandika Hathurusingha
চন্ডিকা হাথুরুসিংহে। ছবি: ফিরোজ আহমেদ

বিসিবি সভাপতি হওয়ার আগেই চন্ডিকা হাথুরুসিংহেকে নিয়ে নিজের ভাবনা জানিয়েছিলেন ফারুক আহমেদ। সম্প্রতি একটি সাক্ষাৎকারে তিনি বলেছিলেন, বাংলাদেশ দলের প্রধান কোচের পদে হাথুরুসিংহেকে রাখার কোনো কারণ দেখেন না। নতুন সভাপতি হওয়ার পরও নিজের আগের অবস্থানে অনড় থাকলেন সাবেক এই ক্রিকেটার।

বুধবার সকালে বিসিবির গণমাধ্যম বিভাগ নিশ্চিত করেছে, বোর্ড প্রধানের পদ থেকে নাজমুল হাসান পাপন পদত্যাগ করেছেন। এরপর সর্ব সম্মতিক্রমে জাতীয় দলের সাবেক অধিনায়ক ফারুক নতুন সভাপতি হিসেবে নির্বাচিত হয়েছেন।

দায়িত্ব গ্রহণের পর দুপুরে মিরপুর শেরে বাংলা স্টেডিয়ামে সংবাদ সম্মেলনে আসেন ফারুক। সেখানে হাথুরুসিংহের ভবিষ্যৎ নিয়ে প্রশ্নে তিনি বলেন, শ্রীলঙ্কান এই কোচকে দায়িত্বে রাখতে চান না, 'হাথুরুসিংহের সঙ্গে চুক্তিটা কী, সেটা আমি ঠিক জানি না। আমি (তাকে না রাখার) আগের জায়গাতেই আছি। আমি যা বলেছি, সেটা থেকে সরে যাইনি। এখন আমাকে আনুষ্ঠানিকভাবে কিছু জিনিস দেখতে হবে। কীভাবে কী করা দরকার, তার চেয়ে ভালো কাউকে পাই কিনা বা কাছাকাছি যারা ভালো করতে পারব— এটা দেখব, তারপর কথা বলব। আমি আসলে ওই অবস্থান থেকে সরিনি।'

গত বছরের ফেব্রুয়ারিতে দ্বিতীয় মেয়াদে বাংলাদেশের দায়িত্ব নেন হাথুরুসিংহে। আগামী বছরের আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফি পর্যন্ত রয়েছে বিসিবির সঙ্গে তার চুক্তির মেয়াদ। প্রধান কোচের পদে পরিবর্তন আনার বিষয়ে নতুন বিসিবি প্রধানের ভাষ্য, 'এই মুহূর্তে বলা কঠিন। দুই-তিন দিন আমাদের কলিগদের সঙ্গে কথা বলে দেখি। একজন কোচকে যখন আনা হয়, তখন নিশ্চয়ই সম্ভাব্য তিন-চারজনের সংক্ষিপ্ত তালিকা থাকে। অন্যরা আসতে পারবে নাকি পারবে না— এটা দেখতে হবে।'

এর আগে সকাল ১১টায় ক্রীড়া মন্ত্রণালয়ে হওয়া বিসিবির পরিচালনা পর্ষদের সভায় পাপনের পদত্যাগপত্র গৃহীত হয়েছে। ক্ষমতার পালাবদলের পর থেকে দেশের বাইরে আছেন তিনি। এই সভায় ভার্চুয়ালিও অংশ নেননি। তিনি পদত্যাগপত্র ই-মেইলে পাঠিয়েছেন।

 

Comments