পিস্তল দেখিয়ে ওমর সানীকে গুলি করার হুমকির অভিযোগ জায়েদ খানের বিরুদ্ধে

ওমর সানী ও জায়েদ খান। স্টার ফাইল ছবি

অভিনেতা ও প্রযোজক মনোয়ার হোসেন ডিপজলের ছেলের বিবাহোত্তর সংবর্ধনা অনুষ্ঠানে চিত্রনায়ক ওমর সানীকে পিস্তল বের করে গুলি করার হুমকি দেওয়ার অভিযোগ উঠেছে চিত্রনায়ক জায়েদ খানের বিরুদ্ধে।

গতকাল শুক্রবার রাজধানীর বসুন্ধরা কনভেনশন সেন্টারে এ ঘটনার সময় উপস্থিত থাকা কয়েকজন জানান, কয়েকদিন আগে মৌসুমীর সঙ্গে জায়েদ খান খারাপ আচরণ করেছেন। সে কারণে অনুষ্ঠানে ঢুকেই ওমর সানী সরাসরি জায়েদ খানকে চড় মারেন। তারপর জায়েদ খান এই ঘটনা ঘটিয়েছেন।

এদিকে ওমর সানীর অভিযোগ অস্বীকার করে শনিবার রাত সাড়ে ১১টার দিকে দ্য ডেইলি স্টারকে জায়েদ খান বলেন, 'এমন কোনো ঘটনাই সেখানে ঘটেনি, নির্বাচনের রায় সামনে আসছে তাই এমন করা হচ্ছে। আর বসুন্ধরা কনভেনশন সেন্টারে পিস্তল নিয়ে যাওয়া যায় নাকি? আমি  বিয়ে বাড়িতে পিস্তল নিয়ে যাইনি।'

অভিযোগ প্রসঙ্গে ওমর সানীর সঙ্গে যোগযোগ করা হলে তিনি দ্য ডেইলি স্টারকে বলেন, 'ঘটনা সত্য, ও একটা খারাপ মানুষ।'

Comments

The Daily Star  | English

July 6, 2024: 'Bangla Blockade' announced

Beyond Dhaka, protesters hold the streets with equal resolve

22h ago