প্রসেনজিতের সঙ্গে প্রথমবার সিয়াম

প্রসেনজিৎ ও সিয়াম। ছবি: সংগৃহীত

কলকাতার সিনেমায় প্রথমবারের মত অভিনয় করবেন বাংলাদেশের সিয়াম আহমেদ। সিনেমার নাম এখনো ঠিক হয়নি। সায়ন্তন ঘোষাল পরিচালিত সিনেমায় প্রধান ভূমিকায় থাকছেন প্রসেনজিৎ, শ্রাবন্তী ও আয়ুষী। পারিবারিক গল্পের এই সিনেমায় সিয়াম আহমদের বিপরীতে থাকছেন আয়ুষী।

আগামী আগস্ট মাস থেকে লন্ডনে সিনেমার শুটিং হবে বলে জানা গেছে।

Siam Ahmed
অভিনেতা সিয়াম। ছবি: স্টার

সিয়াম আহমেদ সোমবার সকালে দ্য ডেইলি স্টারকে বলেন, 'এই সিনেমা নিয়ে অনেকদিন ধরে পরিকল্পনা চলছে। করোনার প্রথমদিক থেকে সিনেমাটার প্রযোজক শ্যামসুন্দর দে দাদার সঙ্গে গল্প নিয়ে, চরিত্র নিয়ে কথা হচ্ছিল। এটি পারিবারিক গল্পের একটা সিনেমা। দুই জেনারেশনের গল্প নিয়ে সিনেমা। এই সিনেমায় আছেন প্রসেনজিৎ চট্টোপাধ্যায়। তিনি কলকাতার সিনেমার সাইনবোর্ড। প্রথমবারের মতো কলকাতার সিনেমায় অভিনয় করছি।'

Comments

The Daily Star  | English

July 6, 2024: 'Bangla Blockade' announced

Beyond Dhaka, protesters hold the streets with equal resolve

22h ago