কলকাতায় কী করছেন জয়া আহসান

জয়া আহসান। ছবি: ফেসবুক থেকে নেওয়া

বাংলাদেশের নন্দিত অভিনেত্রী জয়া আহসান এখন কলকাতায়। তার অভিনীত নতুন সিনেমা 'ডিয়ার মা' মুক্তি পাচ্ছে আগামী ১৮ জুলাই। এই সিনেমার প্রচারের জন্যই ব্যস্ত সময় কাটাচ্ছেন সেখানে।

আজ রোববার দুপুরে টেলিফোনে দ্য ডেইলি স্টারের সঙ্গে কথা বলেছেন জয়া আহসান।

তিনি বলেন, কলকাতায় অনেক ব্যস্ত সময় কাটছে। নতুন সিনেমা ডিয়ার মা মুক্তি পাচ্ছে, সেজন্যই এসেছি।

কলকাতা শহরজুড়ে 'ডিয়ার মা' সিনেমার বিলবোর্ড। কেমন লাগছে? এই প্রশ্নের জবাবে জয়া আহসান বলেন, সত্যিই অনেক ভালো লাগছে। পুরো কলকাতা শহরে ডিয়ার মা সিনেমার বিলবোর্ড শোভা পাচ্ছে। কলকাতার বাইরেও বিলবোর্ড আছে। প্রচুর পোস্টার লাগানো হয়েছে প্রচারের জন্য। এসব দেখে ভীষণ ভালো লাগছে।

ডিয়ার মা সিনেমার প্রচারের বিষয়ে তিনি বলেন, অনেকদিন কলকাতায় বাংলা সিনেমার জন্য এমনটি দেখিনি। এটা ইতিবাচক দিক সিনেমাটির জন্য।

'বিলবোর্ড ও পোস্টারে নিজের ছবি দেখেও ভালো লাগছে। রাতে গাড়ি থামিয়ে বিলবোর্ড দেখছি এবং ভিডিও করছি। অন্যরকম অনুভূতি কাজ করছে।'

জয়া আহসান। ছবি: সংগৃহীত

সিনেমাটি নিয়ে প্রত্যাশার কথা জানতে চাইলে জয়া আহসান বলেন, সিনেমাটি সবার কাছে পৌঁছাক এটাই প্রত্যাশা। তাহলেই পরিশ্রম ও কষ্ট দূর হবে।

অপর এক প্রশ্নের জবাবে তিনি বলেন, 'ডিয়ার মা' সিনেমাটি সবার দেখা উচিত। এই সিনেমাটি সবার জন্য। মা ও সন্তানের সম্পর্কের গল্প। নির্দিষ্ট কোনো বয়সের দর্শকদের সিনেমা নয়, সবার জন্য এই সিনেমা। সিনেমাটি সব বয়সী দর্শকদের সঙ্গে সংযোগ তৈরি করুক, সেটাই চাওয়া।

কখনো কি মনে হয় যে, কলকাতায় আপনার অভিনীত সিনেমাগুলো যদি ঢাকায় মুক্তি পেত? এমন প্রশ্ন শুনে তিনি বলেন, তা তো মনে হয়। অনেকেই প্রশ্ন করেন, অনেকেই জানতে চান ঢাকায় কবে মুক্তি পাবে। আমিও চাই। সত্যিই চাই। তাহলে এখানকার দর্শকরাও দেখতে পেতেন।

প্রচারণা নিয়ে ব্যস্ত সময় কেমন উপভোগ করছেন? তিনি বলেন, দারুণ উপভোগ করছি। এখন বর্ষা চলছে। শুটিং শেষ করার পর আমরা সবাই যার যার কাজে ব্যস্ত হয়ে পড়েছিলাম। এখন প্রচারের জন্য ফের একত্রিত হয়েছি।

Comments

The Daily Star  | English
Exporters to get Tk 108.5 for a dollar from Aug 1

Taka gains against dollar after years

Taka gains ground as dollar influx rises, strengthening currency after years

1h ago