প্রভাসের পারিশ্রমিক ১২০ কোটি রুপি!

বলিউড সিনেমাগুলো যখন বক্স অফিসে ১০০ কোটি রুপি আয় করতে হিমশিম খাচ্ছে। ঠিক তখন দক্ষিণের সুপারস্টার প্রভাস নিজের পারিশ্রমিক বাড়িয়ে ১২০ কোটি রুপি করেছেন বলে জানা গেছে।

বলিউড সিনেমাগুলো যখন বক্স অফিসে ১০০ কোটি রুপি আয় করতে হিমশিম খাচ্ছে। ঠিক তখন দক্ষিণের সুপারস্টার প্রভাস নিজের পারিশ্রমিক বাড়িয়ে ১২০ কোটি রুপি করেছেন বলে জানা গেছে।

বলিউড লাইফের প্রতিবেদনে বলা হয়েছে, 'বাহুবলী' ফ্র্যাঞ্চাইজের মাধ্যমে পরিচিতি পাওয়া প্রভাস 'আদিপুরুষ' সিনেমার নির্মাতাদের কাছে পারিশ্রমিক ২০ কোটি রুপি বাড়ানোর দাবি করেছেন।

আগের চুক্তি অনুযায়ী এই সিনেমায় প্রভাসের পারিশ্রমিক ছিল ১০০ কোটি রুপির মধ্যে। কিন্তু, তিনি অতিরিক্ত আরও ২০ কোটি রুপি পারিশ্রমিক চেয়েছেন।

বলিউড লাইফ বলছে, প্রভাসের এই দাবি প্রযোজকদের ওপর চাপ বাড়িয়েছে। কারণ সিনেমাটির এখনো বড় অংশের শুটিং বাকি। নির্মাতারা যদি প্রভাসের দাবি মেনে নেন তাহলে সিনেমাটির বাজেট প্রায় ২৫ শতাংশ বাড়বে।

যদি তারা প্রভাসের দাবি মেনে না নেন, তাহলে নির্মাতা ও অভিনেতার মধ্যে দূরত্ব তৈরি হবে এবং পুরো সিনেমাতে এর প্রভাব পড়তে পারে।

প্রভাস এমন সময় অতিরিক্ত পারিশ্রমিক চাইলেন যখন তার সর্বশেষ ও বড় বাজেটের সিনেমা 'রাধে শ্যাম' বক্স অফিসে মুখ থুবড়ে পড়েছে।

'আদিপুরুষ' সিনেমার প্রধান চরিত্রে প্রভাস, কৃতি শ্যানন ও সাইফ আলি খান অভিনয় করছেন।

Comments