‘বিক্রম’ ছাড়িয়ে গেল ‘বাহুবলী টু’র রেকর্ড

তামিল সুপারস্টার কমল হাসান অভিনীত ‘বিক্রম’ একের পর এক রেকর্ড ভাঙছে। এস এস রাজামৌলির সুপারহিট ‘বাহুবলী টু’ সিনেমাকে ছাড়িয়ে গেছে সিনেমাটি।

তামিল সুপারস্টার কমল হাসান অভিনীত 'বিক্রম' একের পর এক রেকর্ড ভাঙছে। এস এস রাজামৌলির সুপারহিট 'বাহুবলী টু' সিনেমাকে ছাড়িয়ে গেছে সিনেমাটি।

গত ৩ জুন মুক্তির পর থেকে আলোচনায় আছে সিনেমাটি।

ভারতীয় সংবাদমাধ্যম ইন্ডিয়ান এক্সপ্রেসের প্রতিবেদনে বলা হয়, মুক্তির  ১৭ দিনেই তামিলনাড়ুতে ১৫৫ কোটি রুপি ব্যবসা করেছে 'বিক্রম'। ১৭ দিনে 'বাহুবলী টু' আয় করেছিল ১৫২ কোটি রুপি।

আর এ সময়ে বিশ্বব্যাপী 'বিক্রম' আয় করেছে ৩৫০ কোটি রুপি।

লোকেশ কনগরাজ পরিচালিত 'বিক্রম' সিনেমাটি তামিলের পাশাপাশি হিন্দি, তেলুগু, মালয়ালম ভাষায়ও মুক্তি পেয়েছে।

'বিক্রম' সিনেমায় কমল হাসান ছাড়া আরও অভিনয় করেছেন বিজয় সেতুপতি ও ফাহাদ ফাসিল। বিশেষ দৃশ্যে দেখা গেছে আরেক সুপারস্টার সুরিয়াকে।

Comments