আমিরের গজনির সিকুয়েল নিয়ে যা জানা গেল

কয়েক বছর ধরে বলিউড সুপারস্টার আমির খান অভিনীত গজনির সিকুয়েল নিয়ে আলোচনা হচ্ছে। শোনা যাচ্ছিল সুরিয়াকে নিয়ে তামিল ভাষাতেও সিনেমাটির নির্মাণের পরিকল্পনা আছে। এবার বলিউড হাঙ্গামাকে দেওয়া এক সাক্ষাৎকারে পরিচালক এ আর মুরুগাদোস 'গজনি ২' একটি আপডেট তথ্য জানিয়েছেন। 'সিতারে জামিন পার' এর সেটে আমিরের সঙ্গে বৈঠকে কি আলোচনা হয়েছিল সে কথাও জানিয়েছেন পরিচালক।
সম্প্রতি বলিউড হাঙ্গামার সঙ্গে আলাপচারিতায় এ আর মুরুগাদোস বলেন, 'আমাদের কিছু আইডিয়া আছে। এই মুহূর্তে সবাই তাদের নিজের কাজ নিয়ে ব্যস্ত আছেন। সময় ও সুযোগ পেলেই তারা একসঙ্গে আলোচনায় বসবেন।'
সাক্ষাৎকারে আমির খানের আসন্ন সিনেমা সিতারে জামিন পারের সেটে দেখা হওয়ার কথা জানিয়েছেন এ আর মুরুগাদোস। তিনি বলেন, সিকান্দারের শুটিং শুরুর আগে তাদের দেখা হয়েছিল। সিতারে জমিন পারের সেটে আমিরের সঙ্গে আমার আলাপ হয়। এরপর আমরা প্রায়ই ফোনে কথা বলতাম।
এর আগে, গত বছর পিঙ্কভিলা জানিয়েছিল, আমির খান ও সুরিয়া গজনির সিকুয়েলের কাগজপত্রে স্বাক্ষরের আগে স্ক্রিপ্টের জন্য অপেক্ষা করছিলেন। ঘনিষ্ঠ একটি সূত্র জানিয়েছিল, তাদের ফোকাস হলো—এটি যে দ্বৈত সিকুয়েল সেটা নিশ্চিত করা। তারা কেবল অর্থের জন্য কাজটি করবেন না।
সূত্রটি আরও জানিয়েছিল, এই আইডিয়া পছন্দ হয়েছে। কিন্তু বিস্তারিত স্ক্রিপ্টের জন্য অপেক্ষা করছেন। এই মুহূর্তে চিত্রনাট্যের কাজ চলছে।
২০২৫ সালের মাঝামাঝিতে 'গজনি ২' নিয়ে আমরা আরও পরিষ্কার ধারণা পাওয়া যাবে বলে প্রতিবেদনে বলা হয়েছে।
এদিকে এ আর মুরুগাদোস তার নতুন সিনেমা সিকান্দারের মুক্তির প্রস্তুতি নিচ্ছেন। এতে প্রধান চরিত্রে অভিনয় করেছেন—সালমান খান ও রাশ্মিকা মান্দানা। গুরুত্বপূর্ণ চরিত্রে অভিনয় করেছেন—সত্যরাজ, প্রতীক বব্বর, কাজল আগরওয়াল ও শরমন যোশী। অ্যাকশন এন্টারটেইনারটি প্রযোজনা করেছেন সাজিদ নাদিয়াদওয়ালা। ২০২৫ সালের ৩০ মার্চ সিনেমা হলে মুক্তি পাবে সিসেমাটি।
অন্যদিকে আমির খান প্রস্তুতি নিচ্ছেন সিতারে জমিন পারের জন্য। স্লাইস-অফ-লাইফ স্পোর্টস ড্রামাটি ২০২৫ সালের জুনে বড় পর্দায় মুক্তি পাবে বলে আশা করা হচ্ছে।
Comments