মিরাক্কেল খ্যাত জামিল হৃদরোগে আক্রান্ত হয়ে হাসপাতালে

মিরাক্কেল শো থেকে পরিচিতি পাওয়া নাট্যাভিনেতা জামিল হোসেন হৃদরোগে আক্রান্ত হয়ে জাতীয় হৃদরোগ ফাউন্ডেশন হাসপাতাল ভর্তি আছেন। 
মিরাক্কেল খ্যাত অভিনেতা জামিল। ছবি: সংগৃহীত
মিরাক্কেল খ্যাত অভিনেতা জামিল। ছবি: সংগৃহীত

মিরাক্কেল শো থেকে পরিচিতি পাওয়া নাট্যাভিনেতা জামিল হোসেন হৃদরোগে আক্রান্ত হয়ে জাতীয় হৃদরোগ ফাউন্ডেশন হাসপাতাল ভর্তি আছেন। 

গত কয়েকদিন ধরে জামিল অসুস্থ ছিলেন। এ সময় তিনি বাসাতেই বিশ্রাম নিচ্ছিলেন। বৃহস্পতিবার রাতে জামিলের শারিরীক পরিস্থিতির অবনতি হলে তাকে হাসপাতালে নেওয়া হয়। সেখানে চিকিৎসকরা জামিলের হৃদরোগে আক্রান্ত হওয়ার কথা জানান।

বিষয়টি দ্য ডেইলি স্টারকে নিশ্চিত করেছেন নাট্যপরিচালক মুহাম্মদ মোস্তফা কামাল রাজ। 

এছাড়াও, সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে জামিলের একটি ছোট ভিডিও বার্তা শেয়ার করে অভিনয় শিল্পীসংঘের অন্যতম সদস্য ঊর্মিলা শ্রাবন্তি কর লিখেছেন, 'সবার কল রিসিভ করতে পারছি না দুঃখিত। জামিল ভাই আগের থেকে কিছুটা ভালো আছেন। হার্ট অ্যাটাক হয়েছে ডক্টর কনফার্ম করেছেন। বাকি চিকিৎসা চালু আছে। সবাই দোয়া করবেন।'

জামিল নোয়াখালির বাসিন্দা। তিনি কলকাতার জনপ্রিয় স্ট্যান্ডআপ কমেডি অনুষ্ঠান 'মিরাক্কেলের' ষষ্ঠ সিজনে অংশগ্রহণ করেন। সে বছর জামিলের পারফরম্যান্স সবার প্রশংসা কুড়ায়। পরবর্তীতে অভিনয়ের জগতে পা দেন জামিল।

 

Comments