সিনেমা বানানোর স্বপ্ন ছিল, এখন আর নেই: জাহিদ হাসান

জাহিদ হাসান। ছবি: স্টার

নব্বই দশক জুড়ে দেশের টেলিভিশন জগতে রাজত্ব করেছেন জাহিদ হাসান। তিনি ৩ দশক ধরে টানা অভিনয় করে যাচ্ছেন নাটক ও সিনেমায়।

৩ বার জাতীয় চলচ্চিত্র পুরস্কার জয়ী জাহিদ হাসান সম্প্রতি কথা বলেছেন দ্য ডেইলি স্টারের সঙ্গে।

জাহিদ হাসান। ছবি: স্টার

নব্বই দশক থেকে শুরু করে এখনো অভিনয়ে আগের মতোই ব্যস্ত।

ভালোবাসা, প্রেম, সততা, আন্তরিকতা ও চেষ্টা ছাড়া কোনো কাজে সফলতা সম্ভব না। সংগ্রাম ও সাধনাটাও দরকার। আমি তো এক জীবনে অভিনেতাই হতে চেয়েছিলাম। অভিনেতা ছাড়া আর কিছুই হতে  চাইনি।

দীর্ঘ দিন ধরে টানা অভিনয় করতে পারায় কৃতজ্ঞতা জানাই আমার সৃষ্টিকর্তাকে, ভালোবাসা জানাই আমার দর্শকদের। আরও ভালোবাসা আমার সব সহশিল্পী, পরিচালক, নাট্যকার, সাংবাদিক ও প্রতিটি নাটকের ইউনিটের সবার প্রতি। সবার দোয়াতেই তো আজকের  আমি।

একাধিকবার বলেছিলেন সিনেমা পরিচালনা করতে চান। সেই স্বপ্নের সিনেমা আসছে কবে?

সত্যি কথা বলতে, সিনেমা নির্মাণের প্রচণ্ড স্বপ্ন আমার ভেতরে বাস করত, এখনো করে। সিনেমা বানানোর স্বপ্ন ছিল, কিন্তু এখন আর ইচ্ছে নেই। কারণ সিনেমা বানাতে হয় সিনেমা হলের জন্য, দর্শকের জন্য। সিনেমা হলই তো দিন দিন কমে যাচ্ছে। তাহলে সিনেমা বানাব কীভাবে? এ জন্য স্বপ্ন থাকলেও ইচ্ছেটা আর নেই।

জাহিদ হাসান। ছবি: স্টার

এত সীমাবদ্ধতার মাঝেও যারা সিনেমা বানাচ্ছেন, তাদেরকে কীভাবে মূল্যায়ন করেন?

অবশ্যই পজিটিভলি দেখি। এত সীমাবদ্ধতার মাঝেও যারা সিনেমা বানাচ্ছেন তারা অবশ্যই প্রশংসার দাবি রাখেন। তারা সিনেমা শিল্পকে ভালোবেসেই কাজটি করে যাচ্ছেন। আমিও তো সিনেমায় অভিনয় করি। এত সীমাবদ্ধতার মাঝেও আমি আশাবাদী, একদিন সিনেমার সুদিন ফিরবে।

৩ বার জাতীয় চলচ্চিত্র পুরস্কার পেয়েছেন। আর কী প্রত্যাশা আছে সিনেমা থেকে?

পুরস্কার একটি মানদণ্ড, কাজের স্বীকৃতি। শিল্পীরা কাজ করেন ভালোবাসা থেকে। আর পুরস্কার পেলে তার উৎসাহ ও দায়বদ্ধতা বেড়ে যায়।

সিনেমায় আরও ভালো ভালো চরিত্রে অভিনয় করতে চাই। বার বার চ্যালেঞ্জিং চরিত্রে অভিনয় করে নিজেকে নতুনভাবে দেখতে চাই।

টেলিভিশন নাটকে আপনার অভিনীত চরিত্রগুলোর নামে দর্শকরা আপনাকে ডাকেন। কেমন লাগে বিষয়টি?

এর জন্য আমার পরিচালক ও নাট্যকারদের প্রতি কৃতজ্ঞতা। তারা আমাকে ভিন্ন ভিন্ন চরিত্রে উপস্থাপন করেছেন। সত্যিই আমি তৃপ্ত। একজীবনে টেলিভিশন নাটকে এমন কিছু চরিত্র করেছি, যার জন্য মানুষ আমাকে মনে রেখেছেন। এখনো মানুষ সেসব চরিত্রের কথা বলেন। অভিনয় জীবনের বড় অর্জন মনে করি সেইসব চরিত্রে অভিনয় করাটাকেই।

Comments

The Daily Star  | English

Dengue cases see sharp rise in early July

Over 1,160 hospitalised in first 3 days, total cases cross 11,000

16h ago