বন্যা কমলে আবারও কাজল রেখার শুটিং: গিয়াস উদ্দিন সেলিম

মনপুরাখ্যাত পরিচালক গিয়াস উদ্দিন সেলিম তার নতুন চলচ্চিত্র কাজল রেখার শুটিং শুরু করেছেন।
গিয়াস উদ্দিন সেলিম। ছবি: শেখ মেহেদী মোর্শেদ/ স্টার

মনপুরাখ্যাত পরিচালক গিয়াস উদ্দিন সেলিম তার নতুন চলচ্চিত্র কাজল রেখার শুটিং শুরু করেছেন।

ইতোমধ্যে ২ লটের শুটিং শেষ করেছেন, বাকি আছে আরও ২ লট। তবে বন্যার জন্য শুটিং আপাতত স্থগিত রাখতে হয়েছে।

আজ বৃহস্পতিবার দুপুরে গিয়াস উদ্দিন সেলিম দ্য ডেইলি স্টারকে বলেন, 'যতটুকু শুটিং করেছি তাতে আমি হ্যাপি। যেভাবে গল্প নিয়ে এগিয়ে নিতে চেয়েছিলাম, সেভাবেই চলছে। হাওর এলাকায় কিছু দৃশ্যের শুটিং করতে হবে। আপাতত বন্যার ভয়াবহতার কারণে শুটিং করতে পারছি না। বন্যার পানি নেমে গেলে আবারও শুটিং শুরু করব।'

'দর্শকদের জন্য নতুন কিছু নিয়ে আসবে কাজল রেখা, এটুকু বলতে পারি', যোগ করেন জাতীয় চলচ্চিত্র পুরস্কারপ্রাপ্ত এই পরিচালক।

কাজল রেখা সিনেমায় নাম ভূমিকায় অভিনয় করছেন মন্দিরা চক্রবর্তী। মিথিলা অভিনয় করছেন গুরুত্বপূর্ণ একটি চরিত্রে ।

গিয়াস উদ্দিন সেলিম পরিচালিত সবশেষ মুক্তিপ্রাপ্ত সিনেমা পাপ পূণ্য। এটি এখনও দেশের বেশ কয়েকটি প্রেক্ষাগৃহে প্রদর্শিত হচ্ছে।

Comments

The Daily Star  | English

Yunus’ economic gambit paying off

Two months ago, as Professor Muhammad Yunus waded into Bangladesh’s unprecedented political turmoil, he inherited economic chaos by default.

3h ago