লতা মঙ্গেশকরের ৯২তম জন্মদিনে অবিস্মরণীয় ৫ গানের কথা

উপমহাদেশের সুরসম্রাজ্ঞী লতা মঙ্গেশকর আজ ৯২ বছরে পা রাখলেন। জন্মদিনে তার গাওয়া অবিস্মরণীয় ৫টি গানের কিছু তথ্য  জেনে নেয়া যাক। 
Lata Mangeshkar
কিংবদন্তি সংগীতশিল্পী লতা মঙ্গেশকর। ছবি: সংগৃহীত

উপমহাদেশের সুরসম্রাজ্ঞী লতা মঙ্গেশকর আজ ৯২ বছরে পা রাখলেন। জন্মদিনে তার গাওয়া অবিস্মরণীয় ৫টি গানের কিছু তথ্য  জেনে নেয়া যাক। 

১, 'নাম গুম জায়েগা, চেহরা বদল জায়েগা, মেরি আওয়াজ হি পেহচান হ্যায়'- গানটি গুলজারের লেখা 'কিনারা' চলচ্চিত্রে ব্যবহার করা হয়েছে। সিনেমাটি ১৯৭৭ সালে মুক্তি পেয়েছিল।

২, 'লাগ যা গালে' গানটি ১৯৬৪ সালে মুক্তি পাওয়া 'ও কৌন থি' সিনেমার আইকনিক গান। সঙ্গীত পরিচালক মদনমোহনের সুরে অবিস্মরণীয় গানটি  উপহার দিয়েছিলেন।

৩। 'আল্লা তেরো নাম' এটি ১৯৬১ সালে মুক্তি পাওয়া  'হাম দোনো' সিনেমার একটি গান। গানটির সঙ্গীত পরিচালক ছিলেন জয়দেব। গানটির কথা, সুর ও গায়কীর কারণে স্মরণীয় হয়ে থাকবে।

৪, 'তুঝসে নারাজ নেহি' গানটির কথা লিখেছেন গুলজার। 'মাসুম'  সিনেমার এই গানটি সুর ও সংগীত পরিচালনা করেছেন  আরডি বর্মন।

৫. 'লুকাছুপি' গানটি ২০০৬ সালে মুক্তি পাওয়া 'রং দে বাসন্তী' সিনেমার গান। গানটির সুরকার ছিলেন এ আর রহমান। সুরকারের  অনুরোধ গানটি গেয়েছিলেন তিনি।

 

Comments

The Daily Star  | English
Bangladesh Bank dissolves National Bank board

Bangladesh Bank again dissolves National Bank board

The bank’s sponsor director Khalilur Rahman made the new chairman

1h ago