'আমার সৌভাগ্য তার মতো বড় মাপের শিল্পীর সঙ্গে দেখা হয়েছিল’

কিংবদন্তি সংগীত শিল্পী লতা মঙ্গেশকরের মৃত্যুর খবর এখনো মানতে পারছেন না বাংলাদেশের প্রখ্যাত সংগীত শিল্পী সাবিনা ইয়াসমিন। অনেক বছর আগে ভারতের মুম্বাইয়ে দু'জনের দেখা হয়। লতাজির সামনে গানও করেন সাবিনা ইয়াসমিন। আজ সেসব স্মৃতির কথা দ্য ডেইলি স্টারের কাছে বলেন সাবিনা ইয়াসমিন।
সাবিনা ইয়াসমিন বলেন, 'কী বলব লতাজিকে নিয়ে? এত বড় শিল্পীকে নিয়ে কিছু বলা যায়? ভাষা নেই। ভাষা খুঁজে পাচ্ছি না। আমি এখনো বিশ্বাস করতে পারছি না যে তিনি নেই।'
'আমার সৌভাগ্য বলব- তার মতো বড় মাপের শিল্পীর সঙ্গে দেখা ও কথা হয়েছিল। আমার গানও শোনেন তিনি। সেই স্মৃতি কোনোদিনও ভুলব না, সারাজীবন মনে থাকবে,' বলেন তিনি।
তিনি আরও বলেন, 'তার গান নিয়ে কিছু বলতে পারব না। এমন একজন সংগীত শিল্পীর গান নিয়ে কিছু বলা যায়? আমিও পারব না। শুধু বলব- একদিন আগে সরস্বতী পূজা ছিল। সরস্বতী পূজার দিন চলে গেলেন গানের সরস্বতী। তিনি তো গানের দেবী।'
সাবিনা ইয়াসমিন বলেন, 'তার সঙ্গে একবারই দেখা হয় ভারতের মুম্বাইয়ে। তখন বাংলাদেশ ফিল্ম ফ্যাস্টিভ্যালে রাজ্জাক-ববিতাসহ আরও অনেকে যান। আমিও ছিলাম এবং আমরা তাজ হোটেলে উঠি। এসডি বর্মণ এসেছিলেন এবাং একটি দেশের গান গাইতে বলেন। আমি ফোক ঘরানার গান গাই।'
'এরপর দ্বিতীয় গানটি নিজে হারমোনিয়াম বাজিয়ে গাই। কিন্তু, গানটি শুরুর আগে দেখি লতাজি ঢুকছেন। ওনাকে দেখে আমি আর গাইতে পারিনি। ওনাকে এতটাই নার্ভাস হয়ে যায় যে, কোনোভাবেই গাইতে পারিনি। তাই অন্য ঘরে চলে যাই এবং কিছু সময় পর ফিরে আসি। পরে সাহস করে গাই। লতাজি মন দিয়ে আমার গান শোনেন। এসব স্মৃতি আজ খুব মনে পড়ছে,' যোগ করেন তিনি।
তিনি আরও বলেন, 'তার আত্মার শান্তি কামনা কররি।'
Comments