নতুন ইতিহাস গড়ার পথে বিটিএসের জে-হোপ

শিকাগোর গ্র্যান্ড পার্কে অনুষ্ঠিত ৪ দিনের সংগীত উৎসব লোল্লাপালুজাতে প্রথম কোরিয়ান সংগীতশিল্পী হিসেবে ইতিহাস গড়বেন কে-পপ ব্যান্ড বিটিএসের জে-হোপ। আগামীকাল প্রথম কোরিয়ান হিসেবে সেখানের মূল মঞ্চে তার পারফর্ম করার কথা আছে।
বিটিএস সদস্য জে-হোপ। ছবি: সংগৃহীত

শিকাগোর গ্র্যান্ড পার্কে অনুষ্ঠিত ৪ দিনের সংগীত উৎসব লোল্লাপালুজাতে প্রথম কোরিয়ান সংগীতশিল্পী হিসেবে ইতিহাস গড়বেন কে-পপ ব্যান্ড বিটিএসের জে-হোপ। আগামীকাল প্রথম কোরিয়ান হিসেবে সেখানের মূল মঞ্চে তার পারফর্ম করার কথা আছে।

বিটিএস সদস্য জে-হোপ। ছবি: সংগৃহীত

কোরিয়া হেরাল্ডের প্রতিবেদনে বলা হয়েছে, এ বছরের লোল্লাপালুজা বৃহস্পতিবার দুপুর থেকে শুরু হয় প্রায় ১৭০ জন শিল্পী ৮টি ভিন্ন মঞ্চে পারফর্ম করবেন। রক ফেস্টিভ্যালের শেষ দিনে রাত ৯টা থেকে রাত ১০টা (মার্কিন সময়) পর্যন্ত মঞ্চে পারফর্ম করবেন জে-হোপ।

গত মাসের শুরুতে এ বছরের লোল্লাপালুজার ঘোষণা করা হয়। উৎসবের এক কর্মকর্তা জে-হোপের কথা উল্লেখ করে বলেন, তার পারফরমেন্স ইতিহাস তৈরি করবে। তিনি প্রথম দক্ষিণ কোরিয়ান শিল্পী হিসাবে বড় এই মার্কিন সংগীত উৎসবে প্রধান মঞ্চে পারফর্ম করবেন।

শিল্পীদের তালিকা প্রকাশ করার পর মার্কিন অনলাইন টিকিটিং এজেন্ট টিকপিক মঙ্গলবার জানিয়েছে, লোল্লাপালুজার জন্য রোববারের টিকিটের রেকর্ড চাহিদা ছিল।

Comments