হাসপাতাল থেকে ছাড়া পেলেন বিটিএসের জিমিন

কে-পপ ব্যান্ড বিটিএস সদস্য জিমিন হাসপাতাল থেকে ছাড়া পেয়েছেন। আজ শনিবার ভোরে হাসপাতাল থেকে বাসায় ফেরেন তিনি। বিটিএসের এজেন্সি বিগ হিট মিউজিকের বরাতে টাইমস অব ইন্ডিয়ার খবরে এ কথা বলা হয়েছে।
অস্ত্রোপচার এবং কোভিড পজিটিভ হওয়ার পর উদ্বিগ্ন বিটিএস আর্মিদের উদ্দেশ্যে জিমিন নোট লিখেছিলেন, 'সুস্থ হয়ে আমি দ্রুত কাজে ফিরে আসব।'
জিমিনের স্বাস্থ্য আপডেট শেয়ার করে বিট হিট মিউজিক জানিয়েছে, হ্যালো, আমরা বিগহিট আপনাকে জানাতে চাই- বিটিএস সদস্য জিমিন আজ সকালে (৫ ফেব্রুয়ারি) হাসপাতাল থেকে ছাড়পত্র পেয়েছেন।
বিগহিট জানিয়েছে, গত ৩০ জানুয়ারি করোনায় ও তীব্র অ্যাপেন্ডিসাইটিসে আক্রান্ত হন জিমিন। পরে ৩১ জানুয়ারি তার অস্ত্রোপচার করা হয়। এরপর থেকে তিনি ইনপেশেন্ট কেয়ারের অধীনে ছিলেন। হাসপাতাল থেকে ছেড়ে দেওয়ার আগে তিনি পিসিআর পরীক্ষায় নেগেটিভ শনাক্ত হয়েছেন।
সংস্থাটি আরও জানিয়েছে, হাসপাতালে থাকার সময় জিমিনের মধ্যে কোনো গুরুতর উপসর্গ দেখা যায়নি। ভর্তির সময় তার হালকা গলাব্যথা ছিল, কিন্তু এখন তিনি পুরোপুরি সুস্থ হয়ে উঠেছেন। আমরা চিকিৎসকদের মাধ্যমেও জানতে পেরেছি তার অস্ত্রোপচারে কোনো সমস্যা ছাড়াই দ্রুত নিরাময় হয়েছে।
চলতি সপ্তাহের শুরুর দিকে হঠাৎ পেটে ব্যথা এবং হালকা গলাব্যথার পর জিমিনকে সিউলের একটি হাসপাতালের জরুরি বিভাগে নেওয়া হয়। সেখানে তার অ্যাকিউট অ্যাপেন্ডিসাইটিস ধরা পড়ে এবং করোনা শনাক্ত হয়। গত ৩১ জানুয়ারি অ্যাপেন্ডিসাইটিসের জন্য তার তাৎক্ষণিকভাবে অস্ত্রোপচার করা হলেও করোনা থেকে সুস্থ হতে পোস্টঅপারেটিভ কেয়ারের জন্য হাসপাতালে ভর্তি করা হয়।
Comments