ঢামেকে চিকিৎসকের ওপর হামলা, গাইবান্ধা থেকে গ্রেপ্তার ১

সোমবার ভোরে গাইবান্ধা সদর এলাকা থেকে গ্রেপ্তার করা হয়
ঢামেক
ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল। স্টার ফাইল ফটো

ঢাকা মেডিকেল কলেজ ও হাসপাতালে চিকিৎসকের ওপর হামলার ঘটনায় গাইবান্ধা থেকে একজনকে আটক করেছে পুলিশ।

আজ সোমবার ভোরে গাইবান্ধা সদর এলাকা থেকে অভিযুক্ত সঞ্জয় পাল জয়কে গ্রেপ্তার করা হয়।

গাইবান্ধা জেলা পুলিশের এসপি মোশাররফ হোসেন দ্য ডেইলি স্টারকে এ তথ্য নিশ্চিত করেন। তিনি বলেন, সঞ্জয় পালকে গাইবান্ধা থেকে আটক করেছে শাহবাগ থানা ও গাইবান্ধা জেলা পুলিশ। তাকে ঢাকায় নিয়ে যাওয়া হচ্ছে।

গত শনিবার ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে অবহেলায় রোগীর মৃত্যুর অভিযোগ তুলে এক চিকিৎসককে মারধর ও হাসপাতালে হামলা করা হয়। পরে ২৪ ঘণ্টার মধ্যে এ ঘটনায় জড়িতদের শাস্তি নিশ্চিত না করলে হাসপাতাল শাটডাউনের ঘোষণা দেন মেডিকেল শিক্ষার্থী ও চিকিৎসকরা।

গতকাল সকাল থেকে ঢামেকের জরুরি ও বহির্বিভাগসহ বিভিন্ন বিভাগে কর্মবিরতি পালন করেন চিকিৎসক ও কর্মচারীরা।

পরে ১০ ঘণ্টারও বেশি সময় বন্ধ থাকার পর চালু হয় ওই দুই বিভাগ। বিকেলে কর্মবিরতি ২৪ ঘণ্টার জন্য স্থগিতের সিদ্ধান্ত হয়।

 

Comments