খিলগাঁওয়ে তল্লাশি চৌকিতে র‍্যাবের গুলিতে বোমা বহনকারী ব্যক্তি নিহত

রাজধানীর খিলগাঁওয়ে তল্লাশি চৌকিতে বোমা বহনকারী এক ব্যক্তি র‍্যাবের গুলিতে নিহত হয়েছে। ছবি: রাফিউল ইসলাম

রাজধানীর খিলগাঁওয়ে বোমা বহনকারী এক দুর্বৃত্ত র‍্যাবের গুলিতে নিহত হয়েছে। মোটরসাইকেলে করে বোমা নিয়ে র‍্যাবের একটি তল্লাশি চৌকিতে হামলার চেষ্টা করেছিল সে। আজ ভোরে এই ঘটনা ঘটে।

র‍্যাবের পক্ষ থেকে মোবাইল ফোন ক্ষুদে বার্তায় জানানো হয়, “ভোর সড়ে ৪টার দিকে অজ্ঞাতপরিচয় এক দুর্বৃত্ত বিস্ফোরকসহ মোটরসাইকেলে করে শেখের জায়গা এলাকায় র‍্যাব-৩ এর তল্লাশি চৌকিতে ঢুকে পড়ার চেষ্টা করেছিল।”

মোটরসাইকেল আরোহীর গতিবিধি সন্দেহজনক হওয়ায় তার ওপর গুলি চালায় র‍্যাব। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয় বলে দ্য ডেইলি স্টারকে জানিয়েছেন র‍্যাবের লিগাল ও মিডিয়া উইংয়ের পরিচালক মুফতি মাহমুদ খান।

তিনি আরও জানান, এই ঘটনায় র‍্যাবের দুই সদস্য আহত হয়েছেন। আহতদের পরিচয় তাৎক্ষণিকভাবে জানা যায়নি।

গতকাল দুপুরে ঢাকা বিমানবন্দরের পার্শ্ববর্তী আশকোনা এলাকায় র‍্যাবের ব্যারাকে সন্দেহভাজন এক জঙ্গি আত্মঘাতী হামলা চালায়। এই ঘটনায় হামলাকারী মারা যায় ও দুই জন র‍্যাব সদস্য ‘সামান্য’ আহত হন। হামলাকারীর শরীরে বোমা বাঁধা ছিলো। এর ২৪ ঘণ্টারও কম সময়ের মধ্যে খিলগাঁওয়ের ঘটনাটি ঘটলো। এই ব্যক্তির শরীরেও বোমা পাওয়া গেছে বলে জানিয়েছে র‍্যাব।

তল্লাশি চৌকিতে থামার নির্দেশ অমান্য করায় মোটরসাইকেলে থাকা যুবককে লক্ষ্য করে র্যা ব সদস্যরা গুলি চালায়। এতে তল্লাশি চৌকির কাছেই সে পড়ে যায়। ছবি: রাফিউল ইসলাম

গতকাল আশকোনার ঘটনাকে আইনশৃঙ্খলা বাহিনীর কোন কমপাউন্ডের ভেতর প্রথম আত্মঘাতী হামলা হিসেবে দেখা হচ্ছে। হামলার পর বিবিসি বাংলার খবরে জানানো হয় সন্ত্রাসী গ্রুপ ইসলামিক স্টেট (আইএস) এর দায় স্বীকার করেছে।

নম্বরপ্লেট বিহীন লাল অ্যাপাচি মোটরসাইকেল

র‍্যাব-৩ এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল তুহিন মোহাম্মদ মাসুদ প্রেস ব্রিফিংয়ে জানান, তল্লাশি চৌকিতে থামার নির্দেশ অমান্য করায় মোটরসাইকেলে থাকা যুবককে লক্ষ্য করে র‍্যাব সদস্যরা গুলি চালায়। এতে তল্লাশি চৌকির কাছেই সে পড়ে যায়। কিন্তু কাঁধের ব্যাগটি দেখার পর সঙ্গে সঙ্গে আর তার কাছে যায়নি র‍্যাব সদস্যরা। নিহতের বয়স ২৪ বছরের কাছাকাছি হতে পারে।

এই র‍্যাব কর্মকর্তা আরও জানান, বোমা নিষ্ক্রিয়করণ ইউনিট পৌঁছানোর পর তারা যুবককে গুলিবিদ্ধ অবস্থায় পড়ে থাকতে দেখেন। পাশেই তার লাল রঙের অ্যাপাচি মোটরসাইকেলটিও পড়ে ছিল। মোটরসাইকেলটিতে কোন নম্বর প্লেট ছিলো না।

আইইডি, ভেস্টে বোমা

র‍্যাব-৩ এর অধিনায়ক জানান, নিহতের ব্যাগের ভেতর হাতে তৈরি একটি ইমপ্রোভাইজড এক্সপ্লোসিভ ডিভাইস (আইইডি) উদ্ধার করা হয়েছে। তার শরীরেও বেশ কয়েকটি বোমা বাঁধা ছিলো।

জনমানবহীন নির্জন এলাকা

'শেখের জায়গা' ঢাকার রামপুরা সেতু থেকে ছয় কিলোমিটার দূরে ডেমরা লিংক রোডে অবস্থিত। সেখানে থাকা আমাদের সংবাদদাতা জানান ওই এলাকায় একটি নির্মাণাধীন বাড়ি ও টিনশেড গোডাউন ছাড়া ২০০-৩০০ গজের মধ্যে কোন জনবসতি নেই।

Click here to read the English version of this news

Comments

The Daily Star  | English

Bangladesh smash 7 past Turkmenistan

Bangladesh team had reserved their celebration of clinching Asian Cup berth till the last match of the campaign. On Saturday, against Turkmenistan, they celebrated the epic achievement with a resounding 7-0 victory, ending the Asian Cup Qualifiers campaign with an all-win record at the Thuwunna Stadium in Yangon.

4h ago