প্রয়োজনে ফুটপাতে থাকবো: মওদুদ
মনের হতাশা ব্যক্ত করে বিএনপির জ্যেষ্ঠ নেতা ও সাবেক আইনমন্ত্রী ব্যারিস্টার মওদুদ আহমদ বলেন, যেহেতু সরকার তাঁকে গুলশানের বাড়ি থেকে উচ্ছেদ করেছে তাই এখন রাস্তায় থাকা ছাড়া তাঁর আর কোনো উপায় নেই।
সুপ্রিম কোর্টের নির্দেশে রাজউকের তত্ত্বাবধানে গুলশান ২-এর ১৫৯ নং বাড়িটি খালি করার সময় সাংবাদিকরা – এখন কী করবেন জানতে চাইলে জবাবে মওদুদ বলেন, “আমি কোথায় যাব? কী করবো এখন? যদি প্রয়োজন হয় তাহলে রাস্তায় আশ্রয় নিবো।”
আজ সন্ধ্যায় এই প্রতিবেদন লেখার সময় গুলশানের সেই বাড়ির মালপত্র ট্রাকে উঠাতে দেখা যায় বলে জানিয়েছেন প্রত্যক্ষদর্শীরা।
গত রবিবার মওদুদকে গুলশানের বাড়ি ছাড়ার নির্দেশ দেন সুপ্রিম কোর্ট। প্রধান বিচারপতি সুরেন্দ্র কুমার সিনহার নেতৃত্বে আপিল বিভাগের পাঁচ সদস্যের একটি বেঞ্চ মওদুদের রিভিউ আবেদন খারিজ করে বাড়ি খালি করার রায় বহাল রাখেন।
স্বাধীনতাযুদ্ধের পর ১৯৭২ সাল থেকে গুলশানের সেই বাড়িটিতে বসবাস করছিলেন মওদুদ।
Click here to read the English version of this news
Comments