চাঁপাইনবাবগঞ্জের জঙ্গি আস্তানা থেকে ৪ মরদেহ উদ্ধার
চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলার শিবনগর-ত্রিমোহনী এলাকায় জঙ্গি আস্তানা থেকে চার জঙ্গির মরদেহ আজ দুপুরে উদ্ধার করেছে আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা।
সেখান থেকে একটি সুইসাইড ভেস্ট ও একটি আগ্নেয়াস্ত্রও উদ্ধার করেছেন তাঁরা।
পুলিশ কর্মকর্তাদের বরাত দিয়ে আমাদের স্থানীয় সংবাদদাতা জানান, নিহতদের একজনকে নিষিদ্ধ ঘোষিত নব্য-জেএমবির সক্রিয় সদস্য রফিকুল ইসলাম ওরফে আবু হিসেবে সনাক্ত করেছে পুলিশ।
অতিরিক্ত পুলিশ সুপার ওয়ারেস আলী বলেন, “বাকি তিনজনের শরীর এমনভাবে বিকৃত হয়েছে যে তাঁদেরকে সনাক্ত করার কোনো উপায় নেই। ডিএনএ পরীক্ষা করে তাঁদের পরিচয় নিশ্চিত হওয়া যাবে।”
মরদেহগুলো হাসপাতালের মর্গে রাখা হয়েছে বলেও তিনি জানান।
সকালে ওই এলাকায় গিয়ে দেখা যায়, বাড়িটির চারদিক থেকে এখনো ঘিরে রেখেছে পুলিশ। এলাকাবাসী ও গণমাধ্যমকর্মীদের বাড়িটির কাছাকাছিও যেতে দেওয়া হচ্ছে না। এছাড়াও, ওই বাড়ির আশেপাশের কয়েকটি বাড়িতে অভিযানের পর থেকে যেতে দেয়া হয়নি বাসিন্দাদের।
আবুর অন্তসত্ত্বা স্ত্রী সুমাইয়া ও তাঁদের ছয় বছর বয়সী মেয়েকে উদ্ধার করা হয়েছে। আবুর স্ত্রীকে উন্নত চিকিৎসার জন্য রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে বলে জানিয়েছেন পুলিশের একজন কর্মকর্তা।
আরও পড়ুন:
Comments