টেস্ট অলরাউন্ডারদের শীর্ষে সাকিব আল হাসান

সাকিব, মুশফিকুর ও মোস্তাফিজুর ক্যারিয়ারের সেরা র‍্যাংকিংয়ে
কলম্বোতে দ্বিতীয় টেস্টের চতুর্থ দিনে দিলরুয়ান পেরেরাকে সাজঘরে ফেরাতে আম্পায়ারের কাছে সাকিবের আবেদন। ছবি: এএফপি

কলম্বোতে ছয় উইকেট শিকারের পর রবিচন্দ্রন অশ্বিনকে সরিয়ে টেস্টের অলরাউন্ডারদের শীর্ষে উঠে এসেছেন সাকিব আল হাসান। গত সপ্তাহেই তারা দুই বার শীর্ষস্থান বদল করেছিলেন।

আন্তর্জাতিক ক্রিকেটের নিয়ন্ত্রক সংস্থা আইসিসি থেকে দেওয়া এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, বাংলাদেশের সাকিব আল হাসান (২১তম), মুশফিকুর রহিম (২৮তম), অস্ট্রেলিয়ার পিটার হ্যান্ডসকোম্ব (৩৫তম) ও নিউজিল্যান্ডের দুই ব্যাটসম্যান জিত রাভাল (৪৩তম) ও হেনরি নিকোলস (৪৫তম) তাদের ক্যারিয়ারের সেরা র‍্যাংকিংয়ে রয়েছেন।

সর্বশেষ এই র‍্যাংকিংয়ে বেশ কিছু গুরুত্বপূর্ণ পরিবর্তন এসেছে। শ্রীলঙ্কার বিপক্ষে সর্বশেষ টেস্টে বাংলাদেশের চার উইকেটের জয়ের মাধ্যমে সিরিজ ভাগাভাগি ও ওয়েলিংটনে দক্ষিণ আফ্রিকা ও স্বাগতিকদের মধ্যে তিন ম্যাচের সিরিজের প্রথম ম্যাচে স্বাগতিকদের আট উইকেটে পরাজয়ও র‍্যাংকিংয়ের হিসাবের মধ্যে নিয়েছে আইসিসি।

অস্ট্রেলিয়ার বিপক্ষে ভারতের চার ম্যাচ সিরিজের তৃতীয় ম্যাচে নয় উইকেট নিয়ে সিরিজ সমতায় প্রধান ভূমিকা রাখার পর বোলিং ক্যাটাগরিতে রবিচন্দ্রন অশ্বিনকে পেছনে ফেলে দিয়েছেন রবিন্দ্র জাদেজা।

এছাড়াও ১২১ রেটিং পয়েন্ট নিয়ে টেস্ট র‍্যাংকিংয়ে শীর্ষস্থান দখল করে এক মিলিয়ন ডলার পুরস্কার জিতে নিয়েছে টিম ইন্ডিয়া। অস্ট্রেলিয়া ১০৯ নিয়ে দ্বিতীয় ও মাত্র দুই পয়েন্ট পেছনে থেকে অস্ট্রেলিয়ার ঘাড়ের ওপর নিঃশ্বাস ফেলছে দক্ষিণ আফ্রিকা।

Click here to read the English version of this news

Comments

The Daily Star  | English
Khaleda Zia calls for unity

Khaleda urges unity, quick action to institutionalise democracy

She also demanded a comprehensive list of victims of abduction, murder, and extrajudicial killings

3h ago