তিস্তা চুক্তি ছাড়া প্রধানমন্ত্রীর ভারত সফর অর্থহীন: ফখরুল

মির্জা ফখরুল ইসলাম আলমগীর। স্টার ফাইল ছবি

প্রধানমন্ত্রীর আসন্ন ভারত সফর নিয়ে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, তিস্তার পানিবণ্টন চুক্তি ছাড়া প্রধানমন্ত্রীর ভারত সফর অর্থহীন হবে।

আজ রাজধানীর শেরেবাংলা নগরে জিয়াউর রহমানের সমাধিতে পুস্পস্তবক অর্পণ শেষে সাংবাদিকদের সাথে কথা বলার সময় তিনি বলেন,  “তিস্তা চুক্তি না হলে অন্য যেকোনো চুক্তি অর্থহীন।”

জিয়া পরিষদের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে নেতা কর্মীদের সাথে দলের প্রতিষ্ঠাতার সমাধিতে ফুল দেন ফখরুল।

রিপোর্টারদের প্রশ্নের জবাবে তিনি বলেন, “আগামী নির্বাচন আদৌ হবে কিনা তা নিয়ে জনমনে সন্দেহ রয়েছে।” দেশের বিভিন্ন জায়গায় রাষ্ট্রীয় খরচে সফরে গিয়ে আওয়ামী লীগের জন্য ভোট চাওয়া নিয়েও প্রধানমন্ত্রীর সমালোচনা করেন তিনি।

দেশের সাম্প্রতিক জঙ্গি তৎপরতা প্রসঙ্গে ফখরুল অভিযোগ করে বলেন, রাজনৈতিক উদ্দেশ্যে সরকার এই ইস্যুকে কাজে লাগাচ্ছে।

Click here to read the English version of this new

Comments

The Daily Star  | English

Rising remittance provides a breather amid forex crisis

Remittance inflow has continued to rise for the past few months, providing a breather for a country facing multiple challenges, including external payment pressures amid dwindling foreign exchange reserves.

16h ago