সরকারের সহায়তা নিয়ে নতুন দল গঠন করলে জনগণ মেনে নেবে না: ফখরুল

মির্জা ফখরুল ইসলাম আলমগীর, বিএনপি,
মির্জা ফখরুল ইসলাম আলমগীর। ফাইল ফটো

গণঅভ্যুত্থানে নেতৃত্ব দেওয়া ছাত্রদের দল গঠনের উদ্যোগকে স্বাগত জানিয়েছে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, 'সরকারে কিছু থাকবেন, আবার কিছু লোক সরকারের সহায়তায় দল গঠন করবেন এটা হতে পারে না।'

তিনি আরও বলেন, 'সরকারের লোকজন সংঘাতময় কোনো বক্তব্য দেবেন না। নিরপেক্ষ থেকে নির্বাচন দিতে হবে। নয়তো জনগণ মেনে নেবে না।'

আজ শনিবার বিকেলে রাজধানীর উত্তরা ১৩ নম্বর সেক্টর খেলার মাঠে আয়োজিত এক অনুষ্ঠানে অংশ নিয়ে তিনি এ কথা বলেন।

খালেদা জিয়ার রোগ মুক্তি কামনায় ঢাকা মহানগর উত্তর বিএনপি এই দোয়া মাহফিল ও বস্ত্র বিতরণ অনুষ্ঠানের  আয়োজন করে।

ন্যূনতম সংস্কার করে দ্রুত নির্বাচন দেওয়ার আহ্বান জানিয়ে ফখরুল বলেন, পলাতক হাসিনা সরকারের রুগ্ন অর্থনীতির কারণে এখন বাজার দর বৃদ্ধি পেয়েছে।

তিনি বলেন, সম্পূর্ণ নিরপেক্ষ থাকবেন। নির্বাচন অবশ্যই এ দেশে হবে। নির্বাচন হতে হবে, নিরপেক্ষ সরকারের অধীনে। আমরা চাইব অন্তর্বর্তী সরকার সম্পূর্ণ নিরপেক্ষ থেকে এই নির্বাচনের ব্যবস্থা করবে।

'ইউনুস সরকারকে অনুরোধ করেছি, যত দ্রুত সম্ভব ন্যূনতম সংস্কার যেটা প্রয়োজন অর্থাৎ মানুষ যেন ভোট দিতে পারে, বিচারটা যেন সঠিক পায়, প্রশাসন যেন পক্ষপাতিত্ব না করে—এ বিষয়গুলো দেখে ভোটের আয়োজন করেন। মানুষ যাতে ভোট দিয়ে প্রতিনিধি নির্বাচিত করতে পারে,' যোগ করেন তিনি।

Comments

The Daily Star  | English

Yunus in Rome to attend Pope Francis’ funeral

Chief Adviser Prof Muhammad Yunus reached Rome yesterday to attend the funeral of Pope Francis.

5h ago