নিকৃষ্ট পর্যটনকেন্দ্রের তালিকায় ঢাকা
পর্যটনের দিক থেকে বিশ্বের সবচেয়ে খারাপ জায়গাগুলোর মধ্যে স্থান পেয়েছে ঢাকা। তালিকায় ঢাকার পাশে রয়েছে যুদ্ধ বিধ্বস্ত সিরিয়ার রাজধানী দামেস্ক ও উত্তর কোরিয়ার রাজধানী পিয়ং ইয়ং।
পর্যটনের জন্য সবচেয়ে খারাপ জায়গাগুলোর তালিকাটি তৈরি করেছে ভ্রমণ বিষয়ক ওয়েবসাইট ‘ডেস্টিনেশন ট্রিপ’। অতিরিক্ত জনসংখ্যা, দূষণ ও যানজটের জন্য সুপরিচিত ঢাকা এই তালিকায় অষ্টম স্থানে রয়েছে।
মাদকের জন্য কুখ্যাত ইংল্যান্ডের স্কেগনেজ-এর এক ধাপ উপরে রয়েছে ঢাকা। তবে এই র্যাংকিংয়ের বিরোধিতা করেছেন শহরটির মেয়র ডিক এডিংটন। একে “সম্পূর্ণভাবে আক্রমণাত্মক” বলে বর্ণনা করেছেন তিনি।
পর্যটকদের যেসব শহরে যেতে নিরুৎসাহিত করা হয়েছে তার মধ্যে শীর্ষে রয়েছে ইউক্রেনের ইউক্রেনের রাজধানী কিয়েভ। সরকারবিরোধী আন্দোলন ও রাশিয়ার হস্তক্ষেপে শহরটির একটি বড় অংশ ধ্বংসস্তূপে পরিণত হয়েছে।
২০১০ সালে ভূমিকম্পে বিধ্বস্ত হাইতির বন্দর নগরী পোর্ট অব প্রিন্স ও আফ্রিকার সবচেয়ে বেশি সহিংসতাপূর্ণ সোমালিয়ার রাজধানী মোগাদিসু নিকৃষ্ট পর্যটনকেন্দ্রের এই তালিকায় রয়েছে।
ডেস্টিনেশন ট্রিপ এর বানানো বিশ্বের নিকৃষ্টতম ১০টি পর্যটনকেন্দ্রের তালিকা দেওয়া হলো এখানে:
• কিয়েভ, ইউক্রেন
• পোর্ট অব প্রিন্স, হাইতি
• দামেস্ক, সিরিয়া
• মোগাদিসু, সোমালিয়া
• পিয়ং ইয়ং, উত্তর কোরিয়া
• সিউদাদ জুয়ারেজ, মেক্সিকো
• বোগোতা, কলম্বিয়া
• ঢাকা, বাংলাদেশ
• স্কেগনেস, লিংকনশায়ার
• পোর্ট মোরেসবি, পাপুয়া নিউ গিনি
Comments