পাকিস্তানে দল পাঠাবে বাংলাদেশ: পিসিবি চেয়ারম্যান

আগামী জুলাই মাসে পাকিস্তান সফরে যাবে বাংলাদেশের হাই পারফরম্যান্স দল। পাকিস্তানের হাই পারফরম্যান্স স্কোয়াডের সঙ্গে খেলতে দেশটি সফর করবে তারা। পাকিস্তান ক্রিকেট বোর্ডের (পিসিবি) চেয়ারম্যান শাহরিয়ার খান গতকাল কলম্বোতে এই কথা জানিয়েছেন।

আগামী জুলাই মাসে পাকিস্তান সফরে যাবে বাংলাদেশের হাই পারফরম্যান্স দল। পাকিস্তানের হাই পারফরম্যান্স স্কোয়াডের সঙ্গে খেলতে দেশটি সফর করবে তারা। পাকিস্তান ক্রিকেট বোর্ডের (পিসিবি) চেয়ারম্যান শাহরিয়ার খান গতকাল কলম্বোতে এই কথা জানিয়েছেন।

গতকাল বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) ও শ্রীলঙ্কা ক্রিকেট (এসএলসি) এর শীর্ষ কর্মকর্তাদের মধ্যে একটি ঘরোয়া বৈঠক হয়। ওই বৈঠকে শাহরিয়ার খানও উপস্থিত ছিলেন। বৈঠক শেষে বাংলাদেশি সাংবাদিকদের সাথে কথা বলেন তিনি।

পিসিবি চেয়ারম্যান বলেন, “আমাদের হাই পারফরম্যান্স দলের সাথে তারা পাকিস্তানে খেলবে। আইসিসি চায় আগামী জুলাইতে এই খেলা হোক। তবে পরবর্তীতে খেলার দিনক্ষণ ঠিক করা হবে।”

খান বলেন, বাংলাদেশে এখনও পাকিস্তানে জাতীয় দল পাঠাতে রাজি নয়। তবে দুই দেশ একমত হলে বাংলাদেশে অথবা তৃতীয় কোনও দেশে খেলা হবে। এ জন্য নিরপেক্ষ ভেন্যু হিসেবে শ্রীলঙ্কাকেও বেছে নেওয়ার সম্ভাবনার কথা বলেন তিনি।

বিসিবি প্রধান নাজমুল হাসান জানান, আগের পরিকল্পনা অনুযায়ী আগামী জুলাই আগস্টে বাংলাদেশ সফরে আসবে পাকিস্তান জাতীয় দল। এ নিয়ে পাকিস্তান বোর্ড প্রধানের সাথে আলাপ হয়েছে।

Click here to read the English version of this news

Comments