বিসিবির নতুন সভাপতি আমিনুল

নানা নাটকের পর শেষ পর্যন্ত বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) নতুন সভাপতি নির্বাচিত হয়েছেন বাংলাদেশ দলের সাবেক অধিনায়ক আমিনুল ইসলাম বুলবুল। জাতীয় ক্রীড়া পরিষদ (এনএসসি) কর্তৃক কাউন্সিলর হিসেবে অনুমোদন পাওয়ার পর আজ শুক্রবার বিকালে বিসিবির পরিচালনা পর্ষদের সভায় নতুন সভাপতি নির্বাচিত হন ৫৭ বছর বয়সী সাবেক এই ক্রিকেটার।

গত দুই দিন ধরেই বিসিবির প্রেসিডেন্ট হওয়া নিয়ে অনেক নাটকই চলেছে। বৃহস্পতিবার রাতেই শেখ হামিম হাসানের পরিবর্তে আমিনুলকে বিসিবির কাউন্সিলর হিসেবে মনোনয়ন দিয়েছিল এনএসসি। পরে আজ বিসিবির পরিচালনা পর্ষদের সভায় প্রথমে পরিচালক ও পরে নতুন সভাপতি নির্বাচিত হন আমিনুল। তিনি বিসিবির ষোড়শ সভাপতি।

গত বছরের আগস্টে দেশের রাজনৈতিক পট পরিবর্তনের পর এনএসসি থেকে মনোনীত হয়ে বিসিবি পরিচালক হন ফারুক ও নাজমুল আবেদীন। এরপর ফারুককে সভাপতি মনোনীত করেন পরিচালকরা। নয় মাস যেতেই সরে যেতে বলা হয় তাকে। তবে তিনি পদত্যাগ না করলে আগের দিন আগের দিন এনএসসিতে চিঠি দিয়ে ফারুকের বিরুদ্ধে অনাস্থা জানান সন্ধ্যায় বিসিবির ৮ পরিচালক।

এরপর যে মনোনয়নে কাউন্সিলর হয়ে বিসিবিতে পরিচালক ও পরে সভাপতি হয়েছিলেন ফারুক , সেই মনোনয়নই তুলে নেয় ক্রীড়া পরিষদ। তাতে সভাপতির পদও হারান ফারুক। এরপর আজ নতুন সভাপতি হন আমিনুল। ধারণা করা হচ্ছে আগামী অক্টোবর পর্যন্ত বিসিবি সভাপতির দায়িত্বে থাকবেন তিনি। যদিও এ বিষয়ে চূড়ান্ত কিছু জানানো হয়নি।

বাংলাদেশ জাতীয় দলের হয়ে এক যুগের বেশি সময়ে ১৩ টেস্ট ও ৩৯ ওয়ানডেতে ম্যাচ নেমেছেন আমিনুল। দেশেরর ক্রিকেটের প্রথম টেস্ট সেঞ্চুরিয়ানও তিনি। তার নেতৃত্বেই প্রথম বিশ্বকাপ খেলে টাইগাররা। আন্তর্জাতিক ক্রিকেটকে বিদায় জানানোর পর কোচিং শুরু করেন। আইসিসির ডেভেলপমেন্ট ম্যানেজার হিসেবে কাজ করেছেন অনেক বছর ধরে।

 

Comments

The Daily Star  | English

Govt to unveil 'July Declaration' on August 5

It will be presented before the nation at 5:00pm

1h ago