ভবন ভাঙতে ৬ মাস সময় পেল বিজিএমইএ
বেগুনবাড়ি খাল ও হাতিরঝিলের ওপর অবৈধভাবে নির্মাণ করা ভবন ভাঙতে বাংলাদেশের তৈরি পোশাক প্রস্তুতকারী ও রপ্তানিকারকদের সংগঠন বিজিএমইএ-কে আজ ছয় মাস সময় দিয়েছে সুপ্রিম কোর্ট।
ভবনটি থেকে অফিস সরিয়ে নিতে তিন বছর সময় চেয়ে বিজিএমইএ’র পক্ষ থেকে বুধবার আবেদন করা হয়েছিল। ওই আবেদনের প্রেক্ষিতে প্রধান বিচারপতি সুরেন্দ্র কুমার সিনহার নেতৃত্বে আপিল বিভাগের তিন বিচারপতির বেঞ্চ এই আদেশ দেন।
১৫ তলা এই ভবন ভাঙতে হাইকোর্টের ২০১১ সালের এপ্রিলের রায় আপিল বিভাগে বাহাল রাখার আদেশ পুনর্বিবেচনা (রিভিউ) চেয়ে করা আবেদন গত ৫ মার্চ খারিজ করে দেয় সুপ্রিম কোর্ট। ফলে সেদিনই ভবনটির ভাগ্য নির্ধারণ হয়ে যায়।
Comments