রাজধানীতে সন্দেহভাজন পাঁচ জঙ্গি আটক

নিষিদ্ধ জঙ্গি সংগঠন জামাতুল মুজাহিদিন বাংলাদেশের (জেএমবি) সদস্য সন্দেহে পাঁচ জনকে আটকের কথা জানিয়েছে র‍্যাব। রাজধানীর বিভিন্ন এলাকা থেকে তাদের আটক করা হয়।

আটকদের বিস্তারিত পরিচয় তাৎক্ষণিকভাবে জানা না গেলেও র‍্যাবের পক্ষ থেকে গণমাধ্যমের উদ্দেশ্যে পাঠানো ক্ষুদে বার্তায় জানানো হয়, আটক পাঁচজনের মধ্যে দুজন পেশায় প্রকৌশলী।

র‍্যাব-১০ এর কমান্ডিং অফিসার জাহাঙ্গীর হোসেন মাতুব্বর বলেন, সন্দেহভাজন জঙ্গিরা জেএমবির সারোয়ার-তামিম গ্রুপের সদস্য।

ক্ষুদে বার্তায় আরও বলা হয়, আটকদের কাছ থেকে বেশ কিছু ‘জিহাদি’ বই ও বোমা তৈরির উপকরণ জব্দ করা হয়েছে। দিনের পরবর্তী সময়ে সংবাদ সম্মেলন করে এ ব্যাপারে বিস্তারিত জানাবে র‍্যাব।

Click here to read the English version of this news

Comments

The Daily Star  | English

Election 2026: CA’s office sends letter to EC

With this letter, the government has formally requested the EC to arrange the election

10m ago