সীতাকুণ্ডে ‘নব্য জেএমবির’ আস্তানায় অভিযান, ৪ ‘জঙ্গি’ নিহত

বুধবার সীতাকুণ্ডের জঙ্গি আস্তানা ঘিরে অভিযানের প্রস্তুতি শুরু করে সোয়াট। স্টার ফাইল ফটো

চট্টগ্রামের সীতাকুণ্ডে নব্য জেএমবির আস্তানায় যৌথ বাহিনীর অভিযানে আজ সকালে ৪ জন সন্দেহভাজন জঙ্গি নিহত হওয়ার কথা জানিয়েছে পুলিশ। উপজেলার প্রেমতলা এলাকার বাড়িটি ঘিরে সকাল ৬টার দিকে ‘অ্যাসল্ট-১৬’ নামের চূড়ান্ত অভিযান চালানো হয়।

কাউন্টার টেরোরিজম ইউনিট, সন্ত্রাসবিরোধী বিশেষ বাহিনী স্পেশাল ওয়েপনস অ্যান্ড ট্যাকটিকস-সোয়াট, র‍্যাব-৭ ও চট্টগ্রাম জেলা পুলিশ এই অভিযানে অংশ নেয়।

অভিযান চলাকালে জঙ্গিদের সঙ্গে গুলির লড়াইয়ে দুই জন পুলিশ আহত হওয়ার কথা জানিয়েছেন পুলিশের চট্টগ্রাম রেঞ্জের ডিআইজি শফিকুল ইসলাম। এছাড়াও ঘটনাস্থল থেকে দ্য ডেইলি স্টারের প্রতিবেদক জানান, সকাল ৬টা ৪০ মিনিটে ঘটনাস্থল থেকে একজন আহত সোয়াট সদস্যকে আইন শৃঙ্খলা বাহিনী বের করে নিয়ে গেছেন। তার কাপড়ে রক্ত লেগে ছিলো। পুলিশ জানিয়েছে চিকিৎসার জন্য তাকে চট্টগ্রামের সম্মিলিত সামরিক হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে।

সকাল সাড়ে ৬টার দিকে অভিযানস্থলের পার্শ্ববর্তী এলাকা থেকে ব্যাপক গুলি ও প্রচণ্ড বিস্ফোরণের শব্দ শোনা যায়।

পুলিশ জানিয়েছে জঙ্গি আস্তানার বাড়িটিতে জিম্মি হয়ে পড়া সাতটি পরিবারের ২০ জন সদস্যকে নিরাপদে বের করে আনা হয়েছে।

পুলিশের বরাত দিয়ে আমাদের চট্টগ্রাম সংবাদদাতা জানান, গতকাল দুপুর ৩টার দিকে জঙ্গি আস্তানা সন্দেহে প্রেমতলার একটি বাড়ি পুলিশ ঘেরাও করলে তাদের ওপর জঙ্গিরা হামলা চালায়। এসময় জঙ্গিরা আইন-শৃঙ্খলা বাহিনীকে লক্ষ্য করে চারটি গ্রেনেড ছোঁড়ে জঙ্গিরা।

উল্লেখ্য, উপজেলার লামার বাজার এলাকা থেকে সন্দেহভাজন এক জঙ্গি দম্পতিকে আটকের পর এই অভিযান শুরু হয়।

Click here to read the English version of this news

Comments

The Daily Star  | English

Iran's top security body to decide on Hormuz closure

JD Vance says US at war with Iran's nuclear programme, not Iran

16h ago