রাবি’র নর্দমায় ছাত্রের লাশ

রাজশাহী বিশ্ববিদ্যালয়ের একটি নর্দমা থেকে এক ছাত্রের মৃতদেহ উদ্ধার করা হয়েছে আজ। উদ্ধারকৃত মৃতদেহটি বিশ্ববিদ্যালয়ের গণ যোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের দ্বিতীয় বর্ষের ছাত্র মোতালেব হোসেন লিপুর।
রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ছাত্র মোতালেব হোসেন লিপু।
রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ছাত্র মোতালেব হোসেন লিপু। ছবিঃ সংগৃহীত।

রাজশাহী বিশ্ববিদ্যালয়ের একটি নর্দমা থেকে এক ছাত্রের মৃতদেহ উদ্ধার করা হয়েছে আজ।

উদ্ধারকৃত মৃতদেহটি বিশ্ববিদ্যালয়ের গণ যোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের দ্বিতীয় বর্ষের ছাত্র মোতালেব হোসেন লিপুর।

মতিহার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা হুমায়ুন কবির জানান, একজন শ্রমিক আজ সকাল ৮টায় বিশ্ববিদ্যালয়ের লতিফ হলের পেছনে নর্দমায় মৃতদেহটি দেখতে পেয়ে পুলিশকে খবর দেয়।

তিনি আরো জানান, মৃতদেহটি রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে রাখা হয়েছে।

রাজশাহী বিশ্ববিদ্যালয়ের প্রক্টর প্রফেসর মুজিবুল হক আজাদ জানান, ঝিনাইদহের লিপু লতিফ হলের ২৫৩ নম্বর কক্ষে থাকতেন।

Click here to read the English version of this news

Comments