শাকিব খানকে দেখতে হাসপাতালে অপু বিশ্বাস
পুত্র আব্রাহাম খান জয়কে সঙ্গে নিয়ে স্বামী শাকিব খানকে দেখতে হাসপাতালে ছুটে গেছেন স্ত্রী অপু বিশ্বাস।
আজ দুপুরের পর তিনি ধানমন্ডির ল্যাবএইড হাসপাতালে গিয়ে শাকিব খানের খোঁজ খবর নেন। বিকেল সাড়ে পাঁচটার দিকে তিনি হাসপাতাল থেকে বের হয়ে আসেন।
এর আগে দুপুর ১২টা ৫০ মিনিটের দিকে হঠাৎ করেই অসুস্থ হয়ে রাজধানীর ল্যাবএইড হাসপাতালের জরুরি বিভাগে যান শাকিব খান। সেসময় তাঁর সঙ্গে ছিলেন নির্মাতা শামীম আহমেদ রনি।
তিনি বলেন, “শাকিব ভাই বুকে ব্যথা অনুভব করছিলেন। তাই তাঁকে হাসপাতালে আনা হয়েছে।”
জানা যায়, অধ্যাপক ডা আবদুল ওয়াদুদ চৌধুরী তত্ত্বাবধানে চিকিৎসাধীন রয়েছেন শাকিব। বর্তমানে তিনি সুস্থ আছেন। ডাক্তার জানিয়েছেন তাঁর গ্যাস্টিকের সমস্যা রয়েছে।
আরও পড়ুন:
Comments