সাতক্ষীরায় ফাস্টফুডের দোকানে ১২ গোখরার বাস

Satkhira snakes
সাতক্ষীরা সদরের ব্রহ্মরাজপুর ইউনিয়নের বাইলুগাছা গ্রামের আব্দুল গাফফার খানদারের বাড়ি থেকে এই গোখরা সাপগুলো মারা হয় ৬ জুলাই রাতে। ছবি: কল্যাণ ব্যানার্জি

এবার সাতক্ষীরার কলারোয়ায় একটি ফাস্টফুডের দোকান থেকে ১২টি গোখরা সাপ মারা হয়েছে। ১৩ জুলাই রাত সাড়ে নয়টার দিকে উপজেলার কাজীরহাট বাজারের নিজাম স্টোর থেকে সাপগুলো বের হওয়ার পর পিটিয়ে মারা হয়।

এ সপ্তাহ আগে সাতক্ষীরার সদর ও আশাশুনি উপজেলার দুটি বাড়ি থেকে ৭৭টি গোখরা সাপ মারা হয়।

নিজাম ফাস্টফুডের মালিক নিজাম আলী জানান, রাত সাড়ে নয়টার দিকে তার দোকানের একটি বিস্কুটের বাক্সে মধ্যে একটি গোখরা সাপ দেখতে পান। পরে একে একে দোকানের বিভিন্ন জায়গা থেকে ১২টি সাপ বেরিয়ে আসে। এসময় ভয়ে তিনি আশেপাশের দোকানদারদের ডেকে নিয়ে আসেন। পরে সবাই মিলে সাপগুলো পিটিয়ে মেরে ফেলেন।

সাতক্ষীরা সদরের ধুলিহর ইউপি চেয়ারম্যান মিজানুর রহমান জানান, গত সপ্তাহে সাতক্ষীরা সদর উপজেলার বালুইগাছা গ্রামের ছাত্তার খানদানের বসত ঘরে একটি গর্ত থেকে ৫৭টি গোখরা সাপ বের হলে তা পিটিয়ে মেরে ফেলা হয়। গর্ত খুঁড়ে সাপের ৫০টি ডিমও উদ্ধার করা হয়। এছাড়াও, আশাশুনি উপজেলার বেউলা গ্রামের মকবুল সরদারের বসত ঘর থেকে ২০টি গোখরা সাপ মারা হয়।

আরও পড়ুন: সাতক্ষীরায় দুই বাড়িতে ৭৭টি গোখরা সাপ!

Comments

The Daily Star  | English

Jamaat chief collapses twice, continues to speak

He continued addressing the rally while seated on the stage

34m ago