সিদ্দিকুরকে চাকরি দেওয়া হবে: স্বাস্থ্যমন্ত্রী

পুলিশের হামলায় আহত সরকারি তিতুমীর কলেজের রাষ্ট্রবিজ্ঞান বিভাগের ছাত্র সিদ্দিকুর রহমানকে স্বাস্থ্য মন্ত্রণালয়ে চাকরি দেওয়ার আশ্বাস দিয়েছেন স্বাস্থ্যমন্ত্রী মোহাম্মদ নাসিম।
আজ (১ আগস্ট) বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ে চিকুনগুনিয়া ওপর আয়োজিত এক সেমিনারে প্রধান অতিথি হিসেবে বক্তৃতায় তিনি এ ঘোষণা দেন।
স্বাস্থ্যমন্ত্রী বলেন, “সরকার সিদ্দিকুরের দায়িত্ব নিবে। ভারত থেকে দেশে ফেরার পর আমি তাঁকে আমার মন্ত্রণালয়ে চাকরি দিব।”
তিনি আরও বলেন, “আমরা এই শিক্ষার্থীর দৃষ্টি ফিরিয়ে আনার বিষয়ে সর্বাত্মক চেষ্টা চালিয়ে যাব। চিকিৎসকদের পরামর্শ অনুযায়ী তাঁর চোখে অস্ত্রোপচার করা হবে।”
উল্লেখ্য, গত ২০ জুলাই পরীক্ষার তারিখ ঘোষণার দাবিতে ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধিভুক্ত সাতটি কলেজের শিক্ষার্থীদের শাহবাগে মানববন্ধন ও অবস্থান ধর্মঘটের সময় পুলিশি হামলায় রাষ্ট্রবিজ্ঞান বিভাগের তৃতীয় বর্ষের ছাত্র সিদ্দিকুর রহমানের চোখে টিয়ারগ্যাস সেলের আঘাত লাগে। এতে গুরুতর আহত এই শিক্ষার্থীর দৃষ্টি হারানোর আশঙ্কা দেখা দেয়। তিনি বর্তমানে ভারতের চেন্নাইয়ে শঙ্কর নেত্রালয় হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।
আরও পড়ুন:
শিক্ষার্থীর চোখে আঘাত ভালো নাও হতে পারে: চিকিৎসক
Comments