কক্সবাজারে সত্য উন্মোচন করায় এনসিপির ওপর হামলা হয়: নাহিদ ইসলাম

চট্টগ্রামে এনসিপির সমাবেশে নাহিদ ইসলাম। ছবি: রাজীব রায়হান/স্টার

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক নাহিদ ইসলাম বলেছেন, নাসিরউদ্দীন পাটওয়ারী কক্সবাজারে সত্য উন্মোচন করেছেন। এ কারণে আমাদের ওপর বিভিন্ন স্থানে হামলা করা হয়েছে। 

তিনি বলেন, 'বাঁশখালীতে এনসিপির সংগঠকের ওপর হামলা করা হয়েছে। ব্যানারে আগুন দেওয়া হয়েছে। আমাদের বলতে বাধা দিলে বাধবে লড়াই, এই লড়াইয়ে জিততে হবে।' 

আজ রোববার সন্ধ্যায় চট্টগ্রামের বিপ্লব উদ্যানে এনসিপির সমাবেশে তিনি এ কথা বলেন।

নাহিদ ইসলাম আরও বলেন, 'বাংলাদেশের অর্থনীতির লাইফলাইন চট্টগ্রাম। কিন্তু চট্টগ্রাম নিয়ে ষড়যন্ত্র হচ্ছে। চট্টগ্রামের দিকে অপশক্তি দৃষ্টি দিচ্ছে। চট্টগ্রামকে নিয়ে কোনো ষড়যন্ত্র হলে সমগ্র বাংলাদেশ প্রতিরোধ গড়ে তুলবে। চট্টগ্রাম নগরীতে বহু নাগরিক সমস্যা বিদ্যমান রয়েছে। এই চট্টগ্রামকে নতুন করে গড়ে তুলতে হবে।' 

সমাবেশে এনসিপির সদস্য সচিব আখতার হোসেন বলেন, 'বাংলাদেশের মানুষকে দীর্ঘ সময় ধরে নাগরিক অধিকার থেকে বঞ্চিত করা হয়েছে। এ দেশের মানুষকে পাসপোর্ট অফিসে হয়রানির শিকার হতে হয়। শিক্ষাবোর্ডে গেলে, থানায় গেলে, সচিবালয়ে গেলে হয়রানির শিকার হতে হয়।' 

তিনি বলেন, 'বাংলাদেশে মানুষের মধ্যে অতীতে বিভাজন করা হয়েছে। এখন বাঙালি-অবাঙালি, সুন্নি ও অসুন্নির মধ্যে আর বিভাজন করা যাবে না। চট্টগ্রামের মানুষ ধর্মপ্রাণ। অতীতে ধর্ম পালনের কারণে নিপীড়ন করা হয়েছে। এখন এসব চলবে না।'

সমাবেশে দলটির দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আবদুল্লাহ বলেন, 'চট্টগ্রাম হচ্ছে প্রতিরোধের শহর, লড়াইয়ের শহর। আমাদের রাজনীতির সূচনা করেছি এই শহর থেকে। আমরা চট্টগ্রামের প্রতিটি উপজেলায় গিয়েছি।' 

তিনি বলেন, 'আমরা সবাই মিলে সফলভাবে স্বৈরাচারকে হটাতে পেরেছি। কিন্তু আমরা সফলভাবে রাষ্ট্র গঠন করতে পারি নাই। আমাদের রাষ্ট্র গঠনে মনোযোগ দিতে হবে।' 

হাসনাত আব্দুল্লাহ আরও বলেন, 'আমাদের অতীতে যারা শাসন করেছে, তারা জানতো দিনশেষে তারা দেশে থাকতে পারবে না। তারা হয়ত ভারতে পালাবে, হয়ত আমেরিকায় পালাবে, হয়ত লন্ডনে পালিয়ে যাবে। সেজন্য তারা আগে থেকেই তারা তাদের ব্যবস্থা করে নিয়েছিল। তারা তাদের সেকেন্ড হোম বানিয়েছে। থার্ড হোম বানিয়েছে। আমরা যারা বাংলাদেশে থাকব তাদের বাংলাদেশকে নিয়েই থাকতে হবে।'  

'এই তরুণ প্রজন্মকে অর্থ দিয়ে কেনা যায় না, লোভ দিয়ে কেনা যায় না। হাসিনা চেষ্টা করেছিল। কিন্তু পারে নাই। এই তরুণ প্রজন্মকে জাগিয়ে ইতিহাস রচনা করা হবে,' বলেন তিনি।

রোববার দুপুর থেকে চট্টগ্রামের বিভিন্ন এলাকা থেকে এনসিপির নেতাকর্মীরা খণ্ড খণ্ড মিছিল নিয়ে সমাবেশে যোগ দেন।

 

Comments

The Daily Star  | English

Bangladesh Police: Equipped to inflict heavy casualties

Police arms records show the brutal truth behind the July killings; the force bought 7 times more lethal weapons than non-lethal ones in 2021-23

10h ago