আজ শ্রীলঙ্কার প্রেসিডেন্ট নির্বাচন

দুল্লাস আলহাপ্পেরুমা, অনুরা কুমারা দিসানায়েকে, রনিল বিক্রমাসিংহে। ছবি: সংগৃহীত

শ্রীলঙ্কার রাজনীতিতে অনেক নাটকীয়তার পর অবশেষে আজ বুধবার প্রেসিডেন্ট নির্বাচন অনুষ্ঠিত হতে যাচ্ছে। নির্বাচনে ভারপ্রাপ্ত প্রেসিডেন্ট রনিল বিক্রমাসিংহে, অনুরা কুমারা দিসানায়েকে এবং দুল্লাস আলহাপ্পেরুমা প্রতিদ্বন্দ্বিতা করবেন।

মঙ্গলবার পার্লামেন্টে পদের জন্য মনোনয়ন আহ্বান করা হয় এবং রনিল বিক্রমাসিংহে, দুলাস আলহাপ্পেরুমা এবং অনুরা কুমারা দিসানায়েকের নাম প্রস্তাব করা হয়। এসময় নিজ নিজ দলীয় নেতারা তাদের সমর্থন জানান।

বিরোধী দলীয় নেতা সাজিথ প্রেমাদাসা দুল্লাস আলাহাপ্পেরুমা এবং জি এল পেইরিসের নাম মনোনয়ন করেন। সংসদ নেতা দীনেশ গুনাওয়ারদেনা রনিল বিক্রমাসিংহেকে প্রস্তাব করেন এবং তাকে মানুশা নানায়েকারা সমর্থন জানান।

অনুরা কুমারা দিসানায়েকের নাম প্রস্তাব করেন ন্যাশনাল পিপলস পাওয়ারের (এনপিপি) বিজিথা হেরাথ। এনপিপির পার্লামেন্ট সদস্য হারিনি অমরাসুরিয়া তাকে সমর্থন জানান।

Comments

The Daily Star  | English
asif nazrul election statement

'We will leave in February'

'We're determined to hold the election in February,' says Asif Nazrul

4h ago