বিরূপ আবহাওয়ায় নিখোঁজ উড়োজাহাজের অনুসন্ধান প্রচেষ্টা ব্যাহত: নেপালি কর্মকর্তা

ছবি: দ্য কাঠমান্ডু পোস্ট

বিরূপ আবহাওয়ার কারণে নেপালে ২২ আরোহী নিয়ে নিখোঁজ উড়োজাহাজের অনুসন্ধান প্রচেষ্টা ব্যাহত হচ্ছে বলে জানিয়েছেন দেশটির এক কর্মকর্তা।

মায়াগদির প্রধান জেলা কর্মকর্তা চিরঞ্জীবী রানা দ্য কাঠমান্ডু পোস্টকে বলেন, 'স্থানীয়রা শেষবার উড়োজাহাজটিকে যে এলাকায় দেখেছিলেন, বিরূপ আবহাওয়ার কারণে সেখানে অনুসন্ধান প্রচেষ্টা চালানো যাচ্ছে না।'

স্থানীয়দের বরাত দিয়ে তিনি বলেন, 'খাইবাং এলাকায় উড়োজাহাজটি ২ বার বৃত্তাকারে উড়ে লেটে পাসের (২ হাজার ৫০০ মিটার উঁচু) কাছে কিটি ডান্ডার দিকে চলে যায়।'

চিরঞ্জীবী রানা বলেন, 'ঘটনাস্থলে পুলিশের একটি দল পাঠানো হয়েছে। এলাকাটি লেটে থেকে ১২ ঘণ্টার হাঁটাপথ দূরত্বে অবস্থিত। স্থানীয়রা শেষবার যেখানে উড়োজাহাজটিকে দেখেছিলেন, সেখানে কোনো জনবসতি নেই।'

তিনি বলেন, 'আবহাওয়া স্বাভাবিক হওয়ার সঙ্গে সঙ্গেই হেলিকপ্টারের সাহায্যে আকাশপথে অভিযান চালানো হবে।'

নেপাল সেনাবাহিনীও লেটে এলাকায় তাদের কিছু সদস্য পাঠিয়েছে।

নেপাল সেনাবাহিনীর মুখপাত্র ব্রিগেডিয়ার জেনারেল নারায়ণ সিলওয়াল বলেন, 'আমরা স্থল ও আকাশপথে অনুসন্ধানের জন্য আমাদের অনুসন্ধান ও উদ্ধারকারী দলকে প্রস্তুত রেখেছি। তবে এখনো আমরা নিখোঁজ উড়োজাহাজটির কোনো হদিশ পাইনি।'

উদ্ধার অভিযানে অংশ নিতে কাঠমান্ডু থেকে একটি এমআই-১৭ মডেলের হেলিকপ্টার লেটে পাসে পাঠানো হয়েছে বলেও জানিয়েছে সেনাবাহিনী।

'আবহাওয়া পরিস্থিতি উন্নতির সঙ্গে সঙ্গে আমরা উদ্ধার অভিযান শুরু করব', যোগ করেন সিলওয়াল।

এর আগে, আজ রোববার সকালে নেপালের তারা এয়ারের একটি উড়োজাহাজ ২২ আরোহী নিয়ে পর্যটন শহর পোখারা থেকে পার্বত্য শহর জমসমে যাওয়ার পথে নিখোঁজ হয়।

উড়োজাহাজটিতে ১৩ জন নেপালি, ৪ জন ভারতীয়, দুজন জার্মান এবং ৩ জন ক্রু ছিলেন।

তারা এয়ারের কর্মকর্তারা জানান, পোখারা থেকে ১৯ যাত্রী নিয়ে উড্ডয়নকারী ৯এন-এইটি মডেলের উড়োজাহাজটির সঙ্গে সকাল ৯টা ৫৫ মিনিটের পর থেকে আর যোগাযোগ করা সম্ভব হয়নি।

Comments

The Daily Star  | English

6 killed as microbus plunges into canal in Noakhali

The accident took place around 5:40am in Chandraganj Purba Bazar area

1h ago