শ্রীলঙ্কার পার্লামেন্ট থেকে বাসিল রাজাপাকসের পদত্যাগ

শ্রীলঙ্কার প্রেসিডেন্ট গোতাবায়া রাজাপাকসের ভাই ও দেশটির সাবেক অর্থমন্ত্রী বাসিল রাজাপাকসের পার্লামেন্ট থেকে পদত্যাগ করেছেন।
বাসিল রাজাপাকসে। ছবি: রয়টার্স

শ্রীলঙ্কার প্রেসিডেন্ট গোতাবায়া রাজাপাকসের ভাই ও দেশটির সাবেক অর্থমন্ত্রী বাসিল রাজাপাকসের পার্লামেন্ট থেকে পদত্যাগ করেছেন।

বাসিল রাজাপাকসে আজ বৃহস্পতিবার পদত্যাগের কথা বলেছেন বলে রয়টার্সের প্রতিবেদনে বলা হয়েছে।

রয়টার্সের প্রতিবেদনে বলা হয়েছে, বাসিল হলেন প্রভাবশালী রাজাপাকসে পরিবারের দ্বিতীয় ব্যক্তি যিনি দেশটির মারাত্মক অর্থনৈতিক সংকটের মধ্যে সরকার থেকে সরে দাঁড়ালেন।

বাসিল রাজাপাকসে সাংবাদিকদের বলেন, আজ থেকে আমি কোনো সরকারী ক্রিয়াকলাপে জড়িত থাকব না। তবে, আমি রাজনীতি থেকে সরে যেতে পারব না।

এর আগে, প্রেসিডেন্ট গোতাবায়া রাজাপাকসের বড় ভাই মাহিন্দা রাজাপাকসে গত মাসে প্রধানমন্ত্রীর পদ থেকে পদত্যাগ করেন।

Comments