দক্ষিণ এশিয়া

শ্রীলঙ্কার প্রধানমন্ত্রীর বাসভবনে বিক্ষোভকারীদের দুই গ্রুপের সংঘর্ষ

শ্রীলঙ্কার কলম্বোয় প্রধানমন্ত্রীর সরকারি বাসভবনে বিক্ষোভকারীদের দু’গ্রুপের সংঘর্ষে অন্তত ১০ জন আহত হয়েছেন।
শ্রীলঙ্কার কলম্বোতে বিক্ষোভকারীরা প্রধামন্ত্রীর বাসভবনে প্রবেশের পর দিন একজন বিক্ষোভকারী বাগানে হাঁটছেন। ১০ জুলাই, ২০২২। ছবি: রয়টার্স

শ্রীলঙ্কার কলম্বোয় প্রধানমন্ত্রীর সরকারি বাসভবনে বিক্ষোভকারীদের দু'গ্রুপের সংঘর্ষে অন্তত ১০ জন আহত হয়েছেন।

আজ মঙ্গলবার শ্রীলঙ্কার সংবাদমাধ্যম নিউজ ওয়ারের প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

নিউজ ওয়ার জানায়, আহতদের কলম্বো ন্যাশনাল হাসপাতালে ভর্তি করা হয়েছে। তাদের মধ্যে ২ জনকে চিকিৎসার পর ছেড়ে দেওয়া হয়েছে।

গত ৯ জুলাই সরকারবিরোধী বিক্ষোভকারীরা প্রধানমন্ত্রীর ভবনে হামলা চালানোর পর এটি দখল করে নেয়। সেদিন কলম্বোয় প্রেসিডেন্ট, প্রধানমন্ত্রী ও সরকারের বিরুদ্ধে গণবিক্ষোভ অনুষ্ঠিত হয়।

Comments