সর্বদলীয় সরকারের চুক্তি হলে পদত্যাগ করবে শ্রীলঙ্কার মন্ত্রিসভা

সর্বদলীয় সরকারের বিষয়ে চুক্তি হওয়ার পরই শ্রীলঙ্কার মন্ত্রিসভার সবাই পদত্যাগ করবে বলে জানিয়েছে শ্রীলঙ্কার প্রধানমন্ত্রীর মিডিয়া বিভাগ।  
শ্রীলঙ্কার কলম্বোতে প্রেসিডেন্টের পদত্যাগের দাবিতে বিক্ষোভকারীদের ছত্রভঙ্গ করতে পুলিশ টিয়ার গ্যাস এবং জলকামান ব্যবহার করে। ৮ জুলাই, ২০২২। ছবি: রয়টার্স

সর্বদলীয় সরকারের বিষয়ে  চুক্তি হওয়ার পরই শ্রীলঙ্কার মন্ত্রিসভার সবাই পদত্যাগ করবে বলে জানিয়েছে শ্রীলঙ্কার প্রধানমন্ত্রীর মিডিয়া বিভাগ।  

আজ সোমবার দেশটির সংবাদমাধ্যম ডেইলি মিররের প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

প্রধানমন্ত্রী রনিল বিক্রমাসিংহে আজ সকালে প্রধানমন্ত্রীর কার্যালয়ে মন্ত্রীদের সঙ্গে আলোচনা করেন।

 আলোচনায় অংশগ্রহণকারী সব মন্ত্রী মতামত দেন, সর্বদলীয় সরকার গঠনের চুক্তি হলেই তারা সেই সরকারের কাছে তাদের দায়িত্ব হস্তান্তর করতে প্রস্তুত আছেন।

দেশজুড়ে বিক্ষোভ শুরু হওয়ায় পর গত শনিবার শ্রীলঙ্কার প্রেসিডেন্ট গোতাবায়া রাজাপাকসে জানান, আগামী ১৩ জুলাই তিনি পদত্যাগ করবেন।

দেশটির পার্লামেন্টের স্পিকার মাহিন্দা ইয়াপা আবেবর্ধনে সেদিন জানান, প্রেসিডেন্ট তার কাছে পদত্যাগের ইচ্ছার কথা বলেছেন।

রাজাপাকসে ১৩ জুলাই পদত্যাগ করছেন বলে আজ নিশ্চিত করেছে দেশটির প্রধানমন্ত্রী রনিল বিক্রমাসিংহের দপ্তর।

এর আগে শ্রীলঙ্কার অর্থনৈতিক সংকট নিয়ে কয়েক মাস ধরে চলা অস্থিরতার পর রাজাপাকসের পদত্যাগের দাবিতে বিক্ষোভকারীরা তার সরকারি বাসভবনে হামলা চালায়। ফলে তাকে অজ্ঞাত স্থানে সরিয়ে নেওয়া হয়।

এ ছাড়া, শনিবার প্রধানমন্ত্রী রনিল বিক্রমাসিংহ পদত্যাগের ঘোষণা দেওয়ার কয়েক ঘণ্টার মধ্যে বিক্ষোভকারীরা তার ব্যক্তিগত বাড়িতে আগুন ধরিয়ে দেয়।

Comments