তাইওয়ানের আকাশে চীনের ১৯ যুদ্ধবিমান

চীনের ১৯টি যুদ্ধবিমান নিজেদের আকাশসীমায় প্রবেশ করেছে বলে জানিয়েছে তাইওয়ান।
ছবি: রয়টার্স

চীনের ১৯টি যুদ্ধবিমান নিজেদের আকাশসীমায় প্রবেশ করেছে বলে জানিয়েছে তাইওয়ান।

আজ রোববার তাইওয়ানের প্রতিরক্ষা মন্ত্রণালয়ের বরাত দিয়ে ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি এ তথ্য জানিয়েছে।

এতে বলা হয়েছে, চীনের ১৯টি যুদ্ধবিমান ও পরমাণু-বোমা বহনে সক্ষম বোমারু বিমান তাদের আকাশ প্রতিরক্ষা চিহ্নিতকরণ অঞ্চলে (এডিআইজেড) প্রবেশ করেছে।

তাইওয়ানের প্রতিরক্ষা মন্ত্রণালয় বলেছে, সেই মিশনে চীনের বিমান বাহিনীর চারটি এইচ-৬ বোমারু বিমান ছিল। সেগুলো পারমাণবিক অস্ত্র ও সাবমেরিন-বিধ্বংসী যুদ্ধবিমান বহনে সক্ষম।

তাইওয়ানের মন্ত্রণালয় এ সংক্রান্ত একটি মানচিত্রও প্রকাশ করেছে। সেখানে দেখা যাচ্ছে যুদ্ধবিমানগুলো প্র্যাটাসের উত্তরপূর্ব দিকে উড়ে যাচ্ছে। এটি তাইওয়ানের উপকূলের তুলনায় চীনের উপকূলের বেশি কাছে।

মন্ত্রণালয় আরও জানিয়েছে, চীনা যুদ্ধবিমানগুলোকে সতর্ক করতে নিজেদের যুদ্ধবিমান পাঠিয়েছে তাইওয়ান। এ ছাড়া, ক্ষেপণাস্ত্র ব্যবস্থাও মোতায়েন করা হয়েছে।

চীন এখনো আনুষ্ঠানিকভাবে এ বিষয়ে কোনো মন্তব্য করেনি।

দ্বীপ অঞ্চল তাইওয়ানকে নিজ দেশের অংশ মনে করে চীন। কিন্তু, তাইওয়ান নিজেদের সার্বভৌম রাষ্ট্র হিসেবে দেখে। চীন মাঝে-মধ্যে এ ধরনের অভিযান পরিচালনা করলে সেই অঞ্চলে উত্তেজনা সৃষ্টি হয়।

Comments

The Daily Star  | English

Sundarbans fire doused after nearly three days: forest official

Firefighters today doused the fire that broke out at Chandpai range of East Sundarbans in Bagerhat on May 3

35m ago