ওমিক্রন: আফ্রিকা থেকে বেঙ্গালুরুতে আসা ১০ জনকে খুঁজছে ভারতীয় পুলিশ

আফ্রিকার দেশ থেকে ভারতের বেঙ্গালুরুতে আসা কমপক্ষে ১০ জনকে খুঁজে পাওয়া যাচ্ছে না। আজ শুক্রবার ব্রুহাট বেঙ্গালুরু মহানগর পালিকে (বিবিএমপি) এ তথ্য জানিয়েছে বলে ইন্ডিয়া টুডের প্রতিবেদনে জানানো হয়েছে।

আফ্রিকার দেশ থেকে ভারতের বেঙ্গালুরুতে আসা কমপক্ষে ১০ জনকে খুঁজে পাওয়া যাচ্ছে না। আজ শুক্রবার ব্রুহাট বেঙ্গালুরু মহানগর পালিকে (বিবিএমপি) এ তথ্য জানিয়েছে বলে ইন্ডিয়া টুডের প্রতিবেদনে জানানো হয়েছে।

বিবিএমপি কমিশনার গৌরব গুপ্তা বলেন, পুলিশ ও স্বাস্থ্য কর্মকর্তারা বিদেশিদের খুঁজে বের করার চেষ্টা করছেন।

তিনি বলেন, আমরা তাদের ট্র্যাকিংয়ের চেষ্টা করছি। তাদের ফোন নাম্বার বন্ধ পাওয়া যাচ্ছে। এজন্য একটি স্ট্যান্ডার্ড প্রোটোকল আছে এবং আমরা তা অনুসরণ করব।

কর্ণাটকের স্বাস্থ্যমন্ত্রী ডা. কে সুধাকর বলেন, দক্ষিণ আফ্রিকায় ওমিক্রন শনাক্তের পর ৫৭ জন যাত্রী বেঙ্গালুরুতে আসেন। এই ৫৭ জন যাত্রীর মধ্যে বিবিএমপি ১০ জন যাত্রীর ঠিকানা খুঁজে বের করতে পারেনি।

মন্ত্রী আরও বলেন, তাদের মোবাইল ফোন বন্ধ আছে এবং তারা কোথায় আছেন তা এখনো জানা যায়নি।

এদিকে, ভারতের কর্ণাটকে ২ জনের করোনার নতুন ভ্যারিয়েন্ট ওমিক্রন শনাক্ত করা হয়েছে।

বৃহস্পতিবার কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে, কর্ণাটকে ২ জনের করোনার ওমিক্রন ভ্যারিয়েন্ট শনাক্ত হয়েছে। তাদের একজন বিদেশি নাগরিক, তিনি ইতোমধ্যে ভারত ছেড়েছেন। অন্যজন কর্ণাটকের স্থানীয় বাসিন্দা এবং তার কোনো ভ্রমণের ইতিহাস নেই।

Comments

The Daily Star  | English
Bangladesh Bank dissolves National Bank board

Bangladesh Bank again dissolves National Bank board

The bank’s sponsor director Khalilur Rahman made the new chairman

2h ago