বিহারে ২৪ ঘণ্টায় বজ্রপাতে মৃত্যু ২০
ভারতের বিহার রাজ্যের ৮ জেলায় গত ২৪ ঘণ্টায় বজ্রপাতে অন্তত ২০ জনের মৃত্যু হয়েছে।
আজ বুধবার ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি এ তথ্য জানিয়েছে।
বিহারের মুখ্যমন্ত্রী নীতিশ কুমার প্রতিটি মৃতের পরিবারকে ৪০ হাজার রুপি ক্ষতিপূরণ দেওয়ার ঘোষণা দেওয়ার পাশাপাশি রাজ্যবাসীকে দুর্যোগ ব্যবস্থাপনা কর্তৃপক্ষের পরামর্শ কঠোরভাবে মেনে চলার অনুরোধ করেছেন।
প্রতিবেদনে বলা হয়, আজ ও আগামীকাল বৃহস্পতিবার বিহারের উত্তরাঞ্চলে আরও বজ্রঝড়ের পূর্বাভাস দেওয়া হয়েছে।
ভারতীয় সংবাদমাধ্যম টাইমস অব ইন্ডিয়ার বরাত দিয়ে প্রতিবেদনে বলা হয়, গত সপ্তাহে নীতিশ কুমার শিক্ষা প্রতিষ্ঠান ও হাসপাতালসহ সরকারি ভবনগুলোয় বজ্রপাত নিরোধক যন্ত্র স্থাপনের জন্য রাজ্যের কর্মকর্তাদের নির্দেশ দিয়েছেন।
অলাভজনক সংস্থা ক্লাইমেট রেজিলেন্ট অবজারভেশন সিস্টেম প্রমোশন কাউন্সিলের হিসাব অনুসারে, ২০২০ সালের এপ্রিল থেকে ২০২১ সালের মার্চ পর্যন্ত ভারতে ১ কোটি ৮০ লাখের বেশি বজ্রপাত রেকর্ড করা হয়েছে। এটি এর আগের বছরের তুলনায় ৩৪ শতাংশ বেড়েছে।
ভারতে বহু মানুষ বাড়ির বাইরে কাজ করেন বলে দেশটিতে বজ্রপাতে মৃত্যুর সংখ্যা বিশ্বের অন্যান্য দেশের তুলনায় বেশি বলেও প্রতিবেদনে উল্লেখ করা হয়।
Comments