চট্টগ্রামে গৃহবধূকে সংঘবদ্ধ ধর্ষণ, গ্রেপ্তার ৩

চট্টগ্রামের জিইসি এলাকায় রিকশা থামিয়ে এক গৃহবধূকে সংঘবদ্ধ ধর্ষণের অভিযোগে মামলা হয়েছে। এ ঘটনায় ৩ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ।
স্টার অনলাইন গ্রাফিক্স

চট্টগ্রামের জিইসি এলাকায় রিকশা থামিয়ে এক গৃহবধূকে সংঘবদ্ধ ধর্ষণের অভিযোগে মামলা হয়েছে। এ ঘটনায় ৩ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ।

গ্রেপ্তারকৃতরা হলেন-ফারুক হোসেন, আরিফ হোসেন ও আবফুর রহমান।

খুলশী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সন্তোষ কুমার চাকমা দ্য ডেইলি স্টারকে এ তথ্য নিশ্চিত করেছেন।

রোববার দিবাগত রাত ১টার দিকে ধর্ষণের ঘটনা ঘটে বলে জানান তিনি।

ওসি বলেন, 'ওই গৃহবধূ রিকশা করে যাচ্ছিলেন। সাদিয়ার কিচেন রেস্তোরাঁর কাছে ৩ জন রিকশার পথ রোধ করে। পরে তাকে ফ্লাইওভারের নিচে নিয়ে যাওয়া হয়। সেখানে ৬ জন তাকে ধর্ষণ করে।'

ওই নারীর চিৎকার শুনে এক রিকশাচালক জাতীয় জরুরি নম্বরে ফোন করলে পুলিশ ঘটনাস্থলে গিয়ে তাকে উদ্ধার করে বলে ওসি জানান।

এ সময় ৩ জনকে গ্রেপ্তার করা হয়।

ওসি আরও জানান, এ ঘটনায় ওই নারী একটি মামলা করলে সোমবার বিকেলে আদালতের মাধ্যমে ৩ জনকে কারাগারে পাঠানো হয়।

Comments

The Daily Star  | English

$800m repayment to Russia in limbo

About $809 million has piled up in a Bangladesh Bank escrow account to repay loans and interest for the Russia-funded Rooppur Nuclear Power Plant.

9h ago