চট্টগ্রামে ঠিকাদার হত্যা মামলায় পিস্তল বাবুসহ গ্রেপ্তার ৩

চট্টগ্রাম নগরীর কাজির দেউড়ি এলাকায় স্থানীয় ঠিকাদার মোহাম্মদ মইনউদ্দিন (৪২) হত্যা মামলার এজেহারভুক্ত আসামি ফয়সাল ইসলাম ওরফে পিস্তল বাবুসহ ৩ জনকে ব্রাহ্মণবাড়িয়া থেকে গ্রেপ্তার করা হয়েছে।
ছবি: সংগৃহীত

চট্টগ্রাম নগরীর কাজির দেউড়ি এলাকায় স্থানীয় ঠিকাদার মোহাম্মদ মইনউদ্দিন (৪২) হত্যা মামলার এজেহারভুক্ত আসামি ফয়সাল ইসলাম ওরফে পিস্তল বাবুসহ ৩ জনকে ব্রাহ্মণবাড়িয়া থেকে গ্রেপ্তার করা হয়েছে।

আজ রোববার দুপুরে কোতোয়ালী থানা পুলিশের এক সংবাদ সম্মেলনে এই তথ্য জানানো হয়।

গ্রেপ্তার ৩ জন হলেন— ফয়সাল ইসলাম ওরফে পিস্তল বাবু, সুমন মিয়া ও মো. রুবেল।

গতকাল রাতে ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া থেকে তাদের গ্রেপ্তার করে পুলিশ।

চট্টগ্রাম নগরের কোতোয়ালি জোনের অতিরিক্ত উপপুলিশ কমিশনার (এডিসি) নোবেল চাকমা জানান, নিহত মহিউদ্দিনের কাছে ৫০ হাজার টাকা চাঁদা দাবি করেছিলেন দুর্বৃত্তরা।

তিনি বলেন, 'নগরীর পলোগ্রাউন্ড মাঠে ইয়াছমিন আক্তার টিনার সঙ্গে যৌথভাবে বাণিজ্যমেলায় একটি স্টল দিয়েছিলেন মইনউদ্দিন। গত ৭ জুন তাদের কাছ থেকে ৫০ হাজার টাকা 'চাঁদা' দাবি করে বাবু হুমকি দিয়ে বলেন, টাকা না পেলে তাদের ব্যবসা করতে দেওয়া হবে না।'

নোবেল চাকমা আরও বলেন, 'বৃহস্পতিবার ভোরে ঢাকা থেকে মালামাল এনে মঈনউদ্দিন কাজীর দেউড়ি ২ নম্বর গলিতে টিনাদের বাসায় যাচ্ছিলেন। টিনার ভাই মোবারক এ সময় তার সঙ্গে ছিলেন। তখন তাকে ছুরিকাঘাত করা হয়।'

কোতয়ালি থানার উপপরিদর্শক মোমিনুল হক দ্য ডেইলি স্টারকে বলেন, 'ঘটনার পর তারা কক্সবাজার পালিয়ে যান। সেখান থেকে যান আখাউড়া। আখাউড়া থেকে ভারতে পালাতে চেয়েছিলেন। তবে, সীমান্ত পার হওয়ার আগেই পুলিশ তাদের ধরতে সমর্থ হয়।'

গত বৃহস্পতিবার ভোরে নগরীর কোতোয়ালি থানার কাজীর দেউড়ি ২ নম্বর গলিতে ছুরিকাঘাত করে মইনউদ্দিন ওরফে মহিউদ্দিনকে হত্যা করা হয়। তিনি পেশায় ভবন নির্মাণের ঠিকাদার ছিলেন। মহিউদ্দিন হত্যার ঘটনায় তার ভাই নেজাম উদ্দিন বাদী হয়ে মামলা করেন। মামলায় ফয়সাল ইসলামকে ১ নম্বর আসামি করা হয়।

Comments