চট্টগ্রামে নারীকে সংঘবদ্ধ ধর্ষণ, আটক ১

চট্টগ্রামের বায়েজিদ-ফৌজদারহাট লিংক রোড এলাকায় নারীকে সংঘবদ্ধ ধর্ষণের ঘটনায় একজনকে আটক করেছে পুলিশ।

ভুক্তভোগী নারীকে চট্টগ্রাম মেডিকেল কলেজ (সিএমসিএইচ) হাসপাতালে ভর্তি করা হয়েছে।

সীতাকুণ্ড থানা পুলিশ জানায়, গতকাল শনিবার রাতে ধর্ষণের ঘটনা ঘটে।

সীতাকুণ্ড সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার আশরাফুল করিম জানান, ভুক্তভোগী নারী জাতীয় জরুরি নম্বর ৯৯৯ এ ফোন করে ধর্ষণের কথা জানানোর পর পুলিশ সেখানে অভিযান চালিয়ে একজনকে আটক করে।

পুলিশ জানায়, গার্মেন্টসে চাকরি দেওয়ার কথা বলে ভুক্তভোগী নারীকে ৪ জন ধর্ষণ করে। তাদের মধ্যে তিন জনের পরিচয় জানা গেছে। তারা হলেন- বাপ্পী, রিপন ও রাসেল। অপরজনের নাম পরিচয় জানা যায়নি।

অভিযুক্ত বাপ্পীকে আটক করা হয়েছে। পরবর্তী আইনি ব্যবস্থা নেওয়া হচ্ছে।

'মেট্রোর আকবরশাহ পুলিশ ৯৯৯ নম্বর থেকে কল পেয়ে প্রথমে বিষয়টি নিয়ে কাজ করে। অপরাধের স্থানটি সীতাকুণ্ড থানার এখতিয়ারের অধীনে তাই এখন আমাদের লোক তদন্ত করছে,' বলেন সীতাকুণ্ড সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার আশরাফুল করিম।

Comments

The Daily Star  | English

Govt to procure potato directly from farmers this year

The agricultural adviser visits BADC’s cold storage, central seed testing laboratory, and vegetable seed processing centre

41m ago