চট্টগ্রামে পাহাড় কাটার দায়ে আটক ৪

স্টার অনলাইন গ্রাফিক্স

চট্টগ্রামের মাঝিরঘোনায় পাহাড় কাটার সময় ৪ জনকে আটক করেছে পরিবেশ অধিদপ্তর ও পুলিশ।

আজ বৃহস্পতিবার দুপুর ১২টার দিকে চট্টগ্রাম নগরের বায়েজিদ বোস্তামী থানার মাঝিরঘোনা এলাকা থেকে তাদের আটক করা হয়।

পরিবেশ অধিদপ্তর চট্টগ্রাম মহানগরের সহকারী পরিচালক আবদুল মতিন দ্য ডেইলি স্টারকে এ তথ্য নিশ্চিত করেন।

তিনি বলেন, 'পাহাড় কাটা হচ্ছে এমন খবর পেয়ে পুলিশের সহযোগিতায় মাঝিরঘোনা এলাকায় অভিযান চালানো হয়। ঘটনাস্থলে গিয়ে পাহাড় কাটার সময় ৪ জনকে আটক করা হয়। তাদের থানায় সোপর্দ করা হয়েছে।'

তবে, আটক চার ব্যক্তির নাম-ঠিকানা তাৎক্ষণিকভাবে জানাতে পারেননি পরিবেশ অধিদপ্তরের এই কর্মকর্তা।

তিনি বলেন, আটকদের বিরুদ্ধে বায়েজিদ বোস্তামী থানায় মামলা দায়েরের প্রক্রিয়া চলছে।

Comments

The Daily Star  | English

FDI rose 20% in FY25

Bangladesh saw a rebound in foreign direct investment (FDI) in the fiscal year (FY) 2024-25, with net inflows reaching $1.71 billion.

3h ago