ঝিনাইদহে ২ পক্ষের সংঘর্ষে ইউপি সদস্য-শিশুসহ আহত ১৫

স্টার অনলাইন গ্রাফিক্স

ঝিনাইদহের কালীগঞ্জে ২ পক্ষের সংঘর্ষে এক ইউনিয়ন পরিষদ (ইউপি) সদস্য ও এক শিশুসহ অন্তত ১৫ জন আহত হয়েছেন।

বুধবার রাত ৮টার দিকে কালীগঞ্জ উপজেলার কুল্যাপাড়া গ্রামে এ ঘটনা ঘটে।

আহতরা হলেন- কালীগঞ্জ উপজেলা যুবলীগের সহ-সভাপতি রাখালগাছি ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ডের সদস্য ইদ্রিস আলী ইদু, হাসানুর রহমান, জাকির হোসেন, বেলাল হোসেন বিজয়, পলাশ হোসেন, শাওন হোসেন, পান্নু হোসেন, পাখি খাতুন, সামাউন হোসেন, শারমিন খাতুন, সুন্দরী খাতুন, শরিফুল ইসলাম, সাইদুল ইসলাম, জাইবার আলী এবং ৮ বছরের শিশু মোসাব্বির আলী।

কালীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুর রহিম মোল্লা ও স্থানীয় সূত্রে জানা যায়, বুধবার দুপুরে কুল্যাপাড়া গ্রামের সামাউন হোসেন বাড়ির কাজ করার জন্য রাস্তার ওপর সিমেন্ট ও বালি মেশান। এ সময় আজবাহার নামের একজনের সঙ্গে তার কথা কাটাকাটি হয়। এরপর আজবাহার পাশের গ্রাম রঘুনাথপুরের বাসিন্দা ইউপি সদস্য ইদ্রিস আলী ইদুকে খবর দেন। সন্ধ্যার পর ইদ্রিস আলী ইদুসহ ২০-৩০ জন কুল্যাপাড়া গ্রামে যান। এ সময় ২ পক্ষের মধ্যে সংঘর্ষ শুরু হয়।

এতে ২ পক্ষের অন্তত ১৫ জন আহত হন। স্থানীয়রা তাদের উদ্ধার করে কালীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে।

জানতে চাইলে  ইউপি সদস্য  ঈদ্রিস আলী ঈদু বলেন, 'মোবাইলে জানতে পারি, সেখানে আমার এক সমর্থককে মারধর করা হচ্ছে। আমি তাকে উদ্ধারের জন্য যাই। তখন তারা আমাকে লোহার রড দিয়ে আঘাত করে। হাত ও পায়ে আঘাত পেয়েছি। এখন যশোর  সদর হাসপাতালে চিকিৎসাধীন।'

ওসি জানান, ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। এ ব্যাপারে এখনো কেউ থানায় অভিযোগ দেননি। 

তিনি বলেন, 'এক গ্রাম থেকে অন্য গ্রামে গিয়ে লোকজন নিয়ে এভাবে মারামারি  করা অন্যায়। অভিযোগ পেলে আমরা ব্যবস্থা নেব।'

Comments

The Daily Star  | English

Israel welcomes 'all help' in striking Iran

Israel hits nuclear sites, Iran strikes hospital as conflict escalates

1d ago