টিকিট কালোবাজারির অভিযোগে রেল নিরাপত্তা বাহিনীর ২ কর্মী আটক

চট্টগ্রাম রেলওয়ে স্টেশন থেকে সোনার বাংলা এক্সপ্রেসের ৯টি ট্রেনের টিকিটসহ রেলওয়ে নিরাপত্তা বাহিনীর ২ কর্মীকে আটক করেছে র‌্যাব-৭।

চট্টগ্রাম রেলওয়ে স্টেশন থেকে সোনার বাংলা এক্সপ্রেসের ৯টি ট্রেনের টিকিটসহ রেলওয়ে নিরাপত্তা বাহিনীর ২ কর্মীকে আটক করেছে র‌্যাব-৭।

গতকাল রোববার রাতে তাদের আটক করা হলেও আজ দুপুর ১২টা পর্যন্ত এ ঘটনায় কোনো মামলা হয়নি।

আটককৃতরা হলেন মো. ইমরান হোসেন ও রবিউল হোসেন।

আটকের সময় তাদের একজন ইউনিফর্মে এবং অপরজন সিভিল ড্রেসে ছিলেন।

র‌্যাব-৭ চান্দগাঁও র‌্যাব ক্যাম্পের উপ-পরিচালক মেজর মেহেদী হাসান দ্য ডেইলি স্টারকে বলেন, 'গোপন সংবাদের ভিত্তিতে রাত সাড়ে ১১টার দিকে রেলওয়ে স্টেশন চত্বর থেকে ঢাকা-চট্টগ্রামের মধ্যে চলাচলকারী সোনার বাংলা এক্সপ্রেসের টিকিট বিক্রির সময় র‌্যাব তাদের আটক করে।'

তিনি আরও বলেন, 'তারা টিকিট কাউন্টারের পাশে দাঁড়িয়ে থাকতো, এবং কেউ কাউন্টারে টিকিট না পেলে তাদের কাছ থেকে টিকিট নেওয়ার প্রস্তাব দিত।'

আইনি প্রক্রিয়া শেষে আটককৃতদের পুলিশের কাছে হস্তান্তর করা হবে যোগ করেন তিনি।

তবে, রেলওয়ে নিরাপত্তা বাহিনীর কোনো কর্মকর্তা এ বিষয়ে মন্তব্য করেননি।

Comments